এক্সপ্লোর
সুশান্ত বলেছিলেন, প্রকাশ্যে তাঁকে অপমান করেন শাহরুখ,দাবি জিম পার্টনারের
সুশান্তের জিম পার্টনার কাঠগড়ায় তুলেছেন সলমনকেও। সুনীলের অভিযোগ, সুশান্ত যেন কোনও ছবিতে কাজ না-পান, সেজন্য কর্ণ জোহর ও সলমন ষড়যন্ত্র করেছিলেন।
![সুশান্ত বলেছিলেন, প্রকাশ্যে তাঁকে অপমান করেন শাহরুখ,দাবি জিম পার্টনারের Sushant alleged Shahrukh had insulted him, claims late actors gym partner সুশান্ত বলেছিলেন, প্রকাশ্যে তাঁকে অপমান করেন শাহরুখ,দাবি জিম পার্টনারের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/17181018/shahsush.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। এবার চমকপ্রদ তথ্য সামনে এল প্রয়াত অভিনেতার জিম পার্টনার সুনীল শুক্লার মাধ্যমে। সূত্রের খবর, পুলিশকে সুনীল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, একটি অনুষ্ঠানে অভিনেতা শাহরুখ খান ’এম এস ধোনিঃ অ্যা আনটোল্ড স্টোরি‘-র নায়ককে অসম্মান করেছিলেন, কী ভাবে সলমন খান পরিচালক কর্ণ জোহরের সঙ্গে ষড়যন্ত্র করে সুশান্তের ছবি বন্ধের চেষ্টা করেছিলেন।
সুনীল দাবি করেছেন, সুশান্তের সঙ্গে তাঁর অনেক অন্তরঙ্গ কথা হত। তাঁর সঙ্গে প্রয়াত অভিনেতা অনেক সুখ-দুঃখের কথা আলোচনা করতেন। আইআইএফএ-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ ও শাহিদ কপূরের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন সুশান্ত। সুনীল জানান, সুশান্ত তাঁকে বলেছিলেন, মঞ্চে ওঠার আগে শাহরুখ তাঁকে বলেছিলেন, ‘কাই পো চে’ ছবি নিয়ে তাঁরা কথা বলবেন। শাহরুখ সুশান্তকে এ-ও বলেছিলেন, প্রয়াত অভিনেতার ক্যারিয়ার ও লড়াইয়ের বিষয়টিও তাঁরা মঞ্চে তুলে ধরবেন। সুনীলের কথায়, ’’ সুশান্ত আমাকে বলেছিল, মঞ্চে উঠে কথা রাখেননি শাহরুখ। দর্শকদের সামনেই সুশান্তকে কার্যত অপমান করতে শুরু করেন কিং খান। শাহরুখের এই আচরণে সুশান্ত অত্যন্ত মর্মাহত হয়েছিলেন।‘‘ স্টেজে ওঠার পরে তাঁর নাম নিয়েও মজা করেন শাহরুখ।
সুশান্তের জিম পার্টনার কাঠগড়ায় তুলেছেন সলমনকেও। সুনীলের অভিযোগ, সুশান্ত যেন কোনও ছবিতে কাজ না-পান, সেজন্য কর্ণ জোহর ও সলমন ষড়যন্ত্র করেছিলেন। তিনি জানিয়েছেন, কর্ণ ’ড্রাইভ‘-এর জন্য সুশান্ত ও জ্যাকলিনের সঙ্গে চুক্তি করেছিলেন। তবে এই ছবির মাঝামাঝি সময়ে, জ্যাকলিন ’রেস-থ্রি -তে কাজের প্রস্তাব পেয়ে যান। ’ড্রাইভ‘-এর শ্যুটিং চলাকালীন সুশান্তকে অন্য কোনও ছবিতে সই করতে দেননি কর্ণ। কিন্তু জ্যাকলিনকে সলমনের ছবিতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিলেন। যার কারণে ’ড্রাইভ‘-এর শ্যুটিংয়ে দেরিতে হয়েছিল।
এই মামলার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সুনীল। তিনি জানিয়েছেন অভিযোগের সাপেক্ষে আদালতে অনেক প্রমাণও উপস্থাপন করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বাজেট
বাজেট
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)