এক্সপ্লোর
Advertisement
Sushant Singh Birth Anniversary: সুশান্ত সিংহ রাজপুতের জন্মদিন, সাড়ে ২৫ লাখ টাকার স্কলারশিপের ঘোষণা করলেন দিদি শ্বেতা
তাঁর দিদি শ্বেতা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইউসি বার্কলেতে ৩৫,০০০ মার্কিন ডলারের সুশান্ত সিংহ রাজপুত মেমোরিয়াল ফান্ড তৈরি করা হয়েছে।
মুম্বই: বেঁচে থাকলে আজ ৩৫ বছরে পা দিতেন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর দিদি শ্বেতা সিংহ থাকেন আমেরিকায়, ভাইয়ের স্মৃতি রক্ষায় তিনি ঘোষণা করেছেন ৩৫,০০০ মার্কিন ডলারের স্কলারশিপের কথা। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৫.৫ লক্ষ টাকা। ইউসি বার্কলেয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে উৎসাহী যে কেউ পেতে পারেন এই স্কলারশিপ।
গত বছর ১৪ জুন বরাবরের জন্য চলে গিয়েছেন হাসি ভরা মুখের সেই যুবক, অল্প দিনের কেরিয়ারে যিনি দিয়েছিলেন একাধিক হিট-সুপারহিট ছবি। তাঁর মনে কী দুঃখ ছিল জানা যায়নি, একই সঙ্গে এখনও স্পষ্ট নয়, তিনি নিজে থেকে নিজেকে শেষ করে দেওয়ার পদক্ষেপ করেছিলেন নাকি কারও চক্রান্তের শিকার হন। ঘটনা যাই হোক, সুশান্তকে নিয়ে তাঁর অগণিত অনুরাগীদের ভেতরে এখনও প্রবল বেদনা রয়েছে। তাঁর দিদি শ্বেতা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন, ইউসি বার্কলেতে ৩৫,০০০ মার্কিন ডলারের সুশান্ত সিংহ রাজপুত মেমোরিয়াল ফান্ড তৈরি করা হয়েছে। ইউসি বার্কলেতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনায় ইচ্ছুক যে কেউ এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। যাঁরা এটি সম্ভব করে তুলেছেন সেই দেবদূতদের কাছে আমি কৃতজ্ঞ। শুভ জন্মদিন ভাই, যেখানে আছ, সেখানে যেন সব সময় আনন্দে থাক তুমি। ভালবাসি। সঙ্গে হ্যাশট্যাগ #সুশান্তডে।
দেখুন তাঁর পোস্ট
কিছুদিন আগে শ্বেতা তাঁর ভাইয়ের হাতে লেখা একটি নোট ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখানে লেখা ছিল, নিজেকে কীভাবে আরও উন্নত করে তুলতে চান তিনি। সুশান্ত লিখেছিলেন, আমি জীবনের প্রথম ৩০টা বছর কাটিয়ে দিয়েছি, কিছু একটা হতে চেয়ে। নানা জিনিস ভালভাবে করতে চেয়েছিলাম, ভাল টেনিস খেলতে চেয়েছিলাম, স্কুলে ভাল করতে চেয়েছিলাম, ভাল নম্বর পেতে চেয়েছিলাম। সব কিছু সে দিক থেকেই দেখেছি। সব মিলিয়ে এখন যেমন তাতে আমি খুশি নই..। শেষে লেখা, মনে হয়, ভুল করেছি আমি।
দেখুন শ্বেতার পোস্ট
সুশান্তের শেষ ছবি দিল বেচারা। তাঁর মৃত্যুর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ছবিটি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement