এক্সপ্লোর
সুশান্তর মৃত্যুর তদন্ত: মুম্বই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিহার পুলিশের
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘটনার তদন্ত নিয়ে মুম্বই-বিহার পুলিশের মধ্যে ‘টানাপোড়েন’। মুম্বই পুলিশের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মুম্বই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে বিহার পুলিশ। যদিও এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি মুম্বই পুলিশের।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘটনার তদন্ত নিয়ে মুম্বই-বিহার পুলিশের মধ্যে ‘টানাপোড়েন’। মুম্বই পুলিশের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, মুম্বই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে বিহার পুলিশ। যদিও এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি মুম্বই পুলিশের।
সুশান্তের মৃত্যুতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা। রিয়া ও তাঁর পরিবারের সদস্য সহ অন্য ছয় জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বইয়ে গিয়েছে বিহার পুলিশ। মুম্বইতে গিয়ে বিহার পুলিশ মুম্বই পুলিশের এক ডিসিপি-র সঙ্গে দেখা করেন, যিনি সুশান্ত মৃত্যুর মামলার তদন্ত করছেন। সূত্রের খবর, ডিসিপি বিহার পুলিশকে সহযোগিতার আশ্বাস দিলেও কোনও নথিপত্র দিতে অস্বীকার করেছেন। নথিপত্র পেতে বিহার পুলিশকে ক্রাইম ব্র্যাঞ্চের নোডাল অফিসার ডিসিপির সঙ্গে দেখা করার পরামর্শ দেওয়া হয়।
এরপর বিহার পুলিশের দল মুম্বইয়ের ক্রাইম ব্র্যাঞ্চের ডিসিপি আকবর পঠানের অন্ধেরির অফিসে যায়। সেখানে বিহার পুলিশ শুধু সহযোগিতার আশ্বাসই পেয়েছে।
রিয়ার বিরুদ্ধে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ।সুশান্তের টাকা আত্মসাতের অভিযোগ পরিবারের।
এদিকে জানা গেছে, সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত কিনা, বৈঠকে মহারাষ্ট্র সরকার।সিবিআই তদন্তের সিদ্ধান্ত নিতে বৈঠকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
খবর
Advertisement