হিরো আর তাঁদের বান্ধবীদের জন্য বাদ পড়তে হয়েছে বহু সিনেমা থেকে, স্বজনপোষণ বিতর্ক উস্কে বললেন রবিনা তন্ডন
''হিরো ও তাঁদের গার্লফ্রেন্ডদের জন্য অনেক ছবি থেকেই বাদ পড়তে হয়েছে।বেশ কিছু ভুল মিডিয়া রিপোর্টের জন্যও ভুগতে হয়েছে তাঁকে। এসবের জন্যই কেরিয়ার নষ্ট হয়।''
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর আবারও একবার বলিউডে স্বজনপোষণ নিয়ে বিতর্ক তুঙ্গে । সম্ভবত, ইন্ডাস্ট্রিতে চাপে থাকার কারণেই ডিপ্রেশনে চলে গিয়েছিলেন তিনি, এমনটা দাবি করেছেন সুশান্ত-ঘনিষ্ঠরা, এমনকী তাঁর বাবাও। বলিউডে শক্তিশালী লবিগুলি তাঁকে জায়গা দেয়নি এমন অভিযোগে ভর্তি সোশ্যাল মিডিয়া। অভিনেত্রী কঙ্গনা রানাউতও সোচ্চার হয়েছেন বলিউডে নেপোটিজমের বিরুদ্ধে। সেই সুরেই এবার সুর মেলালেন রবিনা তন্ডন। তিনিও বললেন, একসময় এই স্বজনপোষণের শিকার হতে হয়েছিল তাঁদেরও। 'নিম্নরুচির মেয়েদের দল কাজ করে বলিউডে। সত্যই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্তিশালী ক্যাম্পের জোর চলে।' ট্যুইটার হ্যান্ডেলে অভিনেত্রী অভিযোগ করেছেন, 'হিরো ও তাঁদের গার্লফ্রেন্ডদের জন্য অনেক ছবি থেকেই বাদ পড়তে হয়েছে।বেশ কিছু ভুল মিডিয়া রিপোর্টের জন্যও ভুগতে হয়েছে তাঁকে। এসবের জন্যই কেরিয়ার নষ্ট হয়। কাউকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করতে হয়। এই সংগ্রামে কেউ উত্তীর্ণ হয়, কেউ হয় না।' রবিনা আরও লেখেন, এই ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বললেই, তাঁকে মিথ্যেবাদীর তকমা দেওয়া হয়। বলা হয় বিকারগ্রস্ত, মানসিক রোগী। সাংবাদিকদের প্রতিও ক্ষোভ উগরে দেন রবিনা। বলেন, ওঁরা পাতার পর পাতা লেখেন। যা তাঁদের কঠোর পরিশ্রমটা শেষ করে দেয়। ইন্ডাস্ট্রির থেকে অনেককিছু পেয়েছেন, স্বীকার করে নিয়েই রবিনা লেখেন, কারও কারও নোংরা রাজনীতি সারাজীবনের মতো দাগ ছেড়ে যায়।