Sushant Singh Birth Anniversary: সুশান্ত সিংহের জন্মদিনে বিশেষ ভিডিও শেয়ার করে আবেগঘন রিয়া
রিয়া চক্রবর্তীর পোস্ট করা ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ভালোবাসার ইমোজি দিয়ে কোনও নেট নাগরিক লিখেছেন, 'আমরাও'। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'তোমার মাধ্যমেই আমরা ওকে দেখতে পাই।'
মুম্বই: আজ জন্মদিন সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)। অভিনেতার প্রিয়জন, বন্ধু, আত্মীয়, অনুরাগীরা আজও বিশ্বাস করে উঠতে পারেন না যে অভিনেতা আর এই পৃথিবীতে নেই। গত ২০২০-র ১৪ জুন পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন সুশান্ত। অভিনেতার (Sushant Singh Rajput Birthday) জন্মদিনে সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে অভিনেতার স্মরণে। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের তারকারা অভিনেতাকে এই বিশেষ দিনে মিস করছেন। মিস করছেন অভিনেতার প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty)।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে জিমে সময় কাটাতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে রিয়া চক্রবর্তী ক্যাপশনে লিখেছেন ছোট্ট চারটি শব্দ। অভিনেত্রীর এই ছোট্ট চারটি শব্দই আসলে সমস্ত অনুরাগীরও মনের কথা। রিয়া লিখেছেন, 'মিস ইউ সো মাচ (খুব মিস করছি তোমায়)'। সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন।
আরও পড়ুন - Sushant Singh Rajput: কোন দেশে স্বপ্নের বাড়ি বানাতে চেয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত?
রিয়া চক্রবর্তীর পোস্ট করা ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ভালোবাসার ইমোজি দিয়ে কোনও নেট নাগরিক লিখেছেন, 'আমরাও'। আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'তোমার মাধ্যমেই আমরা ওকে দেখতে পাই।' শুধু ভিডিওই নয়, রিয়া চক্রবর্তী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও বিশেষ ছবি শেয়ার করেছেন।
সুশান্ত সিংহের দিদি শ্বেতা সিংহ কীর্তিও এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন ভাইয়ের জন্মদিন উপলক্ষে। সঙ্গে ভাইয়ের না পূর্ণ হওয়া সমস্ত স্বপ্ন পূর্ণ করার কথাও জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টেই মৃত্যু হয় তাঁর। বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকেই অভিনেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছিল যে, অভিনেতা আত্মহত্যা করেছেন। যদিও তদন্ত চলছে এখনও।