Messi news: 'ব্যক্তিগতভাবে সরকারি জায়গায় কিছু করা যায়?' মেসি-কাণ্ডে জানতে চাইলেন বিচারপতি
ABP Ananda LIVE : লেকটাউনে মেসির মূর্তি, জমি নিয়ে প্রশ্ন হাইকোর্টের । 'কার জমিতে মেসির মূর্তি? সরকারি জমি না কি ব্যক্তিগত?' 'ব্যক্তিগতভাবে সরকারি জায়গায় কিছু করা যায়?' মেসি-কাণ্ডে জানতে চাইলেন বিচারপতি পার্থসারথি সেন।
'দীপুচাঁদ দাসের দোষটা কী ছিল ?' বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অডিও বার্তা শেখ হাসিনার
অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, হাদির জন্য কান্নাকাটি, হাদিও তো....এর সঙ্গেই জড়িত ছিল। ..পুলিশের উপর হামলা, সেনাবাহিনী, তাঁরা তো দায়িত্বপালন করতে যাচ্ছে। ..গোপালগঞ্জে যখন ইউনূসের হুকুমে সরাসরি, আমার নেতা-কর্মীদের হত্যা করল। সে বিচার তো হচ্ছে না। দীপুচাঁদ দাসকে যে হত্যা করেছে, মিথ্যা অপবাদ দিয়ে, দোষটা কী ছিল ? কী অপরাধ ছিল তাঁর ? সে সাধারণ। গরীবের ছেলে। ...আমি আছি আপনাদের সাথে।এই এত মানুষের লাশ এবং এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কাঁদে না ?! ..প্রার্থী নেতাদের দ্বন্দ্ব, সেখানে আওয়ামি লিগের কী ? .. সব মারে তাঁরা। যারা মারে , তাঁদের দেয় দায়মুক্তি, পুরস্কৃত করে। আর সব দোষ হল আওয়ামী লিগের। মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে। কিন্তু সত্যের জয় হবেই হবে। সবাই ধৈয্য ধরুন। সত্যের জয় হবে। '



















