এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
তাইল্যান্ড সফর থেকে ফেরার পরেই চিড় সুশান্ত-সারার সম্পর্কে? মুখ খুললেন গাড়িচালক
কখনও ড্রাগ-যোগ, কখনও সম্পর্কের টানাপোড়েন, সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে প্রায় রোজই উঠে আসছে একের পর এক নতুন তথ্য। বারবার উঠে এসেছে সুশান্ত সারার তাইল্যান্ড ট্রিপের কথাও।
![তাইল্যান্ড সফর থেকে ফেরার পরেই চিড় সুশান্ত-সারার সম্পর্কে? মুখ খুললেন গাড়িচালক Sushant Singh Rajput & Sara Ali Khan stopped being in touch after Thailand trip claims the late actor's driver তাইল্যান্ড সফর থেকে ফেরার পরেই চিড় সুশান্ত-সারার সম্পর্কে? মুখ খুললেন গাড়িচালক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/21154004/sushant-sara.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কখনও ড্রাগ-যোগ, কখনও সম্পর্কের টানাপোড়েন, সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে প্রায় রোজই উঠে আসছে একের পর এক নতুন তথ্য। বারবার উঠে এসেছে সুশান্ত-সারার তাইল্যান্ড ট্রিপের কথাও। এবার সুশান্ত সারার সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু স্যামুয়েল হাওকিপ। 'কেদারনাথ' ছবিতে কাজ সময় সারা সুশান্তের প্রেমের কথা জানিয়েছিলেন স্যামুয়েল হাওকিপ। এবার সেই সম্পর্ক নিয়েই সিবিআই-এর কাছে মুখ খুললেন গাড়ি চালক ধীরেন্দ্র যাদব।
সূত্রের খবর, ২০১৮ সালের অক্টোবর মাস থেকে শুরু করে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত সুশান্তের গাড়ি চালাতেন এই ধর্মেন্দ্র। সিবিআই-এর কাছে ধর্মেন্দ্র জানান, কেদারনাথের প্রচারের সময় সারা অনেকবার সুশান্তের বাড়ি এসেছিলেন। একসঙ্গে যাতায়াতও করতেন তাঁরা। তবে সোনচিড়িয়া ছবি মুক্তির সময় সুশান্তের বাড়ি আসা বন্ধ করে দেন সারা।
ধর্মেন্দ্র আরও জানান, একসঙ্গে তাইল্যান্ড গিয়েছিলেন সারা ও সুশান্ত। সেখান থেকে ফেরার ১০ দিনের মধ্যেই সুশান্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সারা। সুশান্তের বন্ধুরাও এই ট্রিপে তাঁর সঙ্গে গিয়েছিলেন। সবার জন্য একটি নিজস্ব জেটের ব্যবস্থা করেছিলেন সুশান্ত।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে স্যামুয়েল বলিউড মাফিয়াদের জন্য সুশান্ত-সারার ব্রেক আপ হওয়ার ইঙ্গিত দেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)