Sushant Singh Rajput: ফিরে দেখা, নেপোটিজম নিয়ে কী বলেছিলেন সুশান্ত?
SSR Birthday: আজ অভিনেতার জন্মদিনে সামনে এসেছে তাঁর পুরনো সাক্ষাতকার। যেখানে অভিনেতাকে নেপোটিজম প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল।
মুম্বই: আজ জন্মদিন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)। অকালে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তিনি। পর্দার 'এম এস ধোনি'র মৃত্যু আজও বিশ্বাস করতে পারেন না তাঁর অনুরাগীরা। গত ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে এখনও তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের পক্ষ থেকে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা এবং গলায় ফাঁস লাগার কারণে মৃত্যু বলেই বলা হয়েছে। যদিও তাঁর বহু অনুরাগী থেকে বহু মানুষ আজও দাবি করেন যে, আত্মহত্যা করেননি সুশান্ত। তাঁকে হত্যা করা হয়েছে। আজ অভিনেতার জন্মদিনে (Sushant Singh Rajput) সামনে এসেছে তাঁর পুরনো সাক্ষাতকার। যেখানে অভিনেতাকে নেপোটিজম (Nepotism) প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল।
নেপোটিজম প্রসঙ্গে সুশান্ত সিংহ রাজপুত-
জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা' দিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর অভিনীত মানব চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। যদিও এটাই তাঁর প্রথম অভিনয় নয়। তাঁকে প্রথমবার দেখা গিয়েছিল ২০০৮ সালে 'কিস দেশ মে হ্যায় মেরা দিল' ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে। কিন্তু 'পবিত্র রিস্তা' তাঁকে বেশি জনপ্রিয় করে তোলে। ছোটপর্দার দর্শকদের মন জিতে নেওয়ার পর বলিউডে বড় পর্দায় পা রাখেন সুশান্ত। তাঁর বরাবরের ইচ্ছা ছিল অভিনেতা হওয়ার। জানা যায়, ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা ছেড়ে অভিনয় শুরু করেন তিনি। দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করেন। সেখান থেকেই বালাজি টেলিফিল্মসের নজরে পড়ে যান। ২০১৩ সালে 'কাই পো চে' ছবি দিয়ে বলিউডে বড় পর্দার জার্নি শুরু হয় সুশান্তের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ক্রমশ নিজেকে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম যোগ্য নাম করে তুলছিলেন অভিনেতা। ছবির ব্যর্থতা, সাফল্য প্রসঙ্গে সুশান্ত বলেছিলেন, 'শুক্রবার যাই হোক না কেন, সোমবার আমি ঠিক হয়ে যাই। আমার মনডে মোটিভেশন ঠিকই থাকে। কোনও কিছুতে আমি বিশেষ ভয় পাই না।' তিনি আরও বলেন, 'হ্যাঁ। অবশ্যই নেপোটিজম রয়েছে। আর এটা শুধু বলিউড নয়, সমস্ত জায়গাতেই রয়েছে। এটা ছাড়া কোথাও কোনও কিছু হয় না। নেপোটিজন ছিল, আছে আর থাকবেও। তার সঙ্গেই মানিয়ে চলতে হবে। কিন্তু একইসঙ্গে যদি সঠিক দক্ষতার মূল্য না দেওয়া হয়, তাহলে সেটা সমস্যার।'
আরও পড়ুন - Nora Fatehi: জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন নোরা ফতেহি
সুশান্ত আরও বলেছিলেন, 'আমি চরিত্র বাছি, আর তারপর মনে করি, এটায় আমি ব্যর্থ হতেই পারি। তারপর আমার নিজের কাছে চ্যালেঞ্জ তৈরি হয় সেটাকে কাটিয়ে সফল হওয়ার। জীবনে সাফল্যের দর্শন আলাদা আমার কাছে। ৩-৪ বার আমি ব্যর্থ হতেই পারি। কিন্তু পঞ্চমবার যখন আমি সফল হব, তখন তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হবে। ব্যক্তি হিসেবে সেটা আমাকে অনেক বেশি বড় হতে সাহায্য করবে।'
প্রসঙ্গত, সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে হত্যা করা হয়েছে, তা তদন্ত চলছে। কিছুদিন আগেই কুপার হাসপাতাল, যেখানে অভিনেতার দেহের ময়নাতদন্ত করা হয়েছিল, সেখানকার এক মর্গ কর্মীর বিস্ফোরক দাবি সামনে এসেছে। তিনি দাবি করেছিলেন যে, তিনি সুশান্তের দেহ দেখেছিলেন। এবং তা দেখে তাঁর মনে হয়নি যে, অভিনেতা আত্মহত্যা করেছিলেন বলে। বরং, অনেক বেশি তাঁর কাছে ও দেহ দেখে তা খুন করার মতোই লেগেছিল।