এক্সপ্লোর
Advertisement
চোখের জলে শেষ বিদায়, গঙ্গায় অস্থি বিসর্জন দিলেন সুশান্তের বাবা-বোন
বৃহস্পতিবার সুশান্তের বোন শ্বেতা এক ফেসবুক পোস্টে লেখেন, বুধবারই বিদেশ থেকে পটনা ফিরেছেন তিনি। সুশান্ত ভক্তদের কাছে তিনি অনুরোধ করেন, অভিনেতাকে ভালবেসে বিদায় জানাতে।
পটনা: মৃত্যুর পর তাঁর দেহ পটনায় নিয়ে আসা হয়নি। ঘনিষ্ঠরা চেয়েছিলেন সুশান্তের শেষকৃত্য হোক তাঁর স্বপ্নের শহরেই। সেই মতো বাণিজ্য নগরীর শ্মশানেই দাহ হয়েছে সুশান্ত সিংহ রাজপুতের দেহ। কিন্তু তাঁর অস্থি বিসর্জন হল নিজের শহর পটনাতেই। গঙ্গায় অভিনেতার দেহ ভস্ম ভাসিয়ে দিলেন বাবা ও বোন।
বৃহস্পতিবার সুশান্তের বোন শ্বেতা এক ফেসবুক পোস্টে লেখেন, বুধবারই বিদেশ থেকে পটনা ফিরেছেন তিনি। সুশান্ত ভক্তদের কাছে তিনি অনুরোধ করেন, অভিনেতাকে ভালবেসে বিদায় জানাতে।
ছোট ভাইকে নিজের সন্তান বলে সম্বোধন করে শ্বেতা লেখেন, 'আমি জানি, তুমি কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলে। এও জানি, তুমি যোদ্ধা ছিলে, সাহসের সঙ্গে লড়াই করেছিলে। সম্ভব হলে তোমার সবটুকু যন্ত্রণা আমি নিয়ে নিতাম, আর আমার আনন্দ তোমায় দিয়ে দিতাম।'
শ্বেতা তাঁর পোস্টেই জানান পটনায় বৃহস্পতিবার সুশান্তের অস্থি বিসর্জন করবেন তাঁরা।
গত সোমবার মুম্বইয়ের পবন হংস শ্মশানে সুশান্তের শেষকৃত্য হয়। সেখানে তাঁর পরিবারের লোকজন ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষরাও হাজির ছিলেন। ছিলেন শ্রদ্ধা কপূর, বরুণ শর্মা, রাজকুমার রাও, বিবেক ওবেরয় প্রমুখ।
'সুশান্ত আজ আমাদের মধ্যে নেই। এর থেকে দুঃখের কিছু হয় না। আজ তাঁর অস্থি বিসর্জন। আপনারা সুশান্তের জীবন, তাঁর কাজ নিয়ে ভাবুন, উদযাপন করুন। এই মুহূর্তটা ওঁর পরিবারকে একটু একা থাকতে দিন। অনুরাগী ও সংবাদমাধ্যকে অনুরোধ করব, দয়া করে এই মুহূর্তটা ওঁদের ব্যক্তিগত রাখতে দিন', আজ সুশান্ত-এর 'টিম' তাঁর অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দিয়ে আর্জি জানান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement