এক্সপ্লোর
Advertisement
কেমন সাফল্য পেল 'দিল বেচারা'? জানা হল না সুশান্তের
অনুরাগীদের কতটা মন জয় করবে নতুন ছবি? জানার আগেই আত্মহত্যার পথ বেছে নিলেন ছবির নায়ক, সুশান্ত সিংহ রাজপুত।
মুম্বই: মিষ্টি হাসি আর ছটফটে চাহনিতে তিনি অনায়াসে ঝড় তুলতেন রমণী হৃদয়ে। অভিনয়ের গুণে দিয়ে প্রাণের ছোঁয়া দিতে পারতেন চরিত্রকে। কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ছবি 'দিল বেচারা'। অনুরাগীদের কতটা মন জয় করবে নতুন ছবি? জানার আগেই আত্মহত্যার পথ বেছে নিলেন ছবির নায়ক, সুশান্ত সিংহ রাজপুত।
গত ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল মুকেশ ছবড়া পরিচালিত 'দিল বেচারা'। দ্য ফল্ট ইন আওয়ার স্টারস ছবির হিন্দি রিমেক এই ছবি। প্রথমে ২০১৯ সালের নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটি। পরে তা পিছিয়ে ২০২০ সালের ৮ মে করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে এখনও মুক্তি পায়নি 'দিল বেচারা'।
সম্প্রতি জল্পনা চলছিল এই ছবির অনলাইন মুক্তি পাওয়া নিয়ে। এখনও দিন ঠিক করা না হলেও ঠিক করা হয়েছিল গুলাবো সিতাবোর মতো ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে 'দিল বেচারা'। আগে এই ছবির নাম ঠিক হয়েছিল 'কিজি ওউর ম্যানি।' ছবির মিউজিক পরিচালনা করেছিলেন এ আর রহমান। সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সঞ্জনা সাঙভি।
সম্প্রতি জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সুশান্ত অভিনীত 'ড্রাইভ'। ছিছোড়ে ছবিতে আত্মহত্যার বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন সুশান্ত। সেই নায়কের এই নিয়তি এখনও অবিশ্বাস্য তারকা থেকে সাধারণ মানুষের কাছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement