দুই মেয়ে ও বয়ফ্রেন্ডকে নিয়ে ‘ফ্যামিলি সেলফি’ পোস্ট করলেন সুস্মিতা, দেখুন সেই ছবি
ছুটি কাটাতে সপরিবারে আর্মেনিয়ায় গিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সেখানে দুই মেয়ে রিনি ও আলিসা এবং বয়ফ্রেন্ড রোমান শোলের সঙ্গে চুটিয়ে আনন্দ করছেন সুস্মিতা।
আর্মেনিয়া: ছুটি কাটাতে সপরিবারে আর্মেনিয়ায় গিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সেখানে দুই মেয়ে রিনি ও আলিসা এবং বয়ফ্রেন্ড রোমান শোলের সঙ্গে চুটিয়ে আনন্দ করছেন সুস্মিতা। মঙ্গলবার তারই ঝলক দেখা গেল প্রাক্তন বিশ্বসুন্দরীর ইনস্টাগ্রাম পোস্টে।
সুস্মিতা একটি সেলফি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর গোটা ‘পরিবার’ হলুদে সেজে রয়েছে। যেখানে বলি অভিনেত্রী লিখেছেন, “আমার জান রোমান শোল, তুমি এত সিরিয়াস কেন? সবাই মিলে একটা দারুণ ফ্যামিলি সেলফি তুললাম। তোমাদের প্রতি ভালবাসা। ”
প্রসঙ্গত, ১৯৯৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সুস্মিতা। ওই বছরই মিস ইউনিভার্সের খেতাবও জিতেছেন তিনি। এরপর বলিউডে তাঁর অভিষেক হয় ১৯৯৬ সালে। ‘দস্তক’-এ প্রথম দেখা যায় সুস্মিতা সেনকে। এরপর ‘সিরফ তুম’, ‘বিবি নং ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবিতেও অভিনয় করেন তিনি।