Swastik Sanket Poster: প্রকাশ্যে পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবি 'স্বস্তিক সংকেত'-এর পোস্টার
Swastik Sanket Poster: পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবি 'স্বস্তিক সংকেত' মুক্তি পেতে চলেছে ২১ জানুয়ারি, ২০২২। অভিনয়ে একঝাঁক তারকা।
কলকাতা: প্রকাশ্যে এল পরিচালক সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) আগামী ছবি 'স্বস্তিক সংকেত'-এর (Swastik Sanket) পোস্টার। অভিনয়ে এক ঝাঁক তারকা। এসকে মুভিজের প্রযোজনায় (Eskay Movies) ছবিতে একইসঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), নুসরত জাহান (Nusrat Jahan), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), শতাফ ফিগার (Shataf Figar) প্রমুখকে।
কিছুদিন আগেই ছবিতে নিজের নতুন লুকের ছবি প্রকাশ্যে আনেন রুদ্রনীল ঘোষ। ছবিতে একাধিক বিদেশী অভিনেতাকেও অভিনয় করতে দেখা যাবে। পোস্টারে ছবির নাম লেখার ধরণেও নতুনত্ব চোখে পড়ে। যে স্বস্তিক চিহ্ন সাধারণত শুভ বার্তা বয়ে আনে, তাকেই উল্টে নাৎসি বাহিনীর আভাস দেওয়া হয়েছে। পোস্টারে নেতাজি থেকে শুরু করে হিটলার, সেই সঙ্গে আধুনিক বেশে নুসরত ও গৌরব। সব মিলিয়ে পরিচালক যে রহস্যের জাল ভালই বুনছেন তা বলাই বাহুল্য।
ছবির পোস্টার শেয়ার করে নুসরত জাহান এদিন লেখেন, 'ইতিহাসের উন্মোচন, আরও একবার এবং এইবার যুদ্ধের সংকেত, পরিণত হয়েছে সংকেতের যুদ্ধে!'
View this post on Instagram
সায়ন্তন ঘোষালের আগামী ছবি 'স্বস্তিক সংকেত' মুক্তি পেতে চলেছে ২১ জানুয়ারি, ২০২২।
আরও পড়ুন: Salman Khan Update: 'ভাল আছেন' বার্থডে বয়, দ্রুত সুস্থতার পথে, নিজেই জানালেন সলমন খান