Swastika Mukherjee: রিল থেকে রিয়েল, গৃহ সহায়িকাদের সঙ্গে সম্পর্কের কথা নিয়ে অকপট স্বস্তিকা
Swastika Mukherjee on Social media: আজ সোশ্যাল মিডিয়ায় রিল ও রিয়েল, দুই গৃহ সহায়িকাদের কথাই লিখেছেন স্বস্তিকা। এই প্রথম নয়, এর আগেও স্বস্তিকা লিখেছেন, কিভাবে তাঁর জীবন জুড়ে রয়েছেন গৃহ সহায়িকারা।
কলকাতা: গৃহ সহায়িকা। আক্ষরিক অর্থেই তাঁরা সহায়িকা। বাড়ির প্রতি কাজে যেন তাঁদের ছোঁয়া না থাকলে চলে না। ঠিক এমনই এক গৃহ সহায়িকা আর গৃহিণীর গল্প তুলে ধরবে অর্জুন দত্তের (Arjun Dutta) নতুন ছবি শ্রীমতী (Srimati)। এই ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Muherjee) অভিনয় করছেন নামভূমিকায়, আর কাজল অর্থাৎ শ্রীমতীর গৃহ সহায়িকার ভূমিকায় অভিনয় করছেন, খেয়া চট্টোপাধ্যায় (Kheya Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে কথা বলতে গিয়ে নিজের বাড়ির গৃহ সহায়িকাদের কথা ভাগ করে নিয়েছেন স্বস্তিকা।
আজ সোশ্যাল মিডিয়ায় রিল ও রিয়েল, দুই গৃহ সহায়িকাদের কথাই লিখেছেন স্বস্তিকা। এই প্রথম নয়, এর আগেও স্বস্তিকা লিখেছেন, কিভাবে তাঁর জীবন জুড়ে রয়েছেন গৃহ সহায়িকারা। দুই গৃহ সহায়িকার সঙ্গে ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'এরা আমার কাজল, মামণি মাসি আর পুতুলদি। যে লোক ছাড়া কোনও কাজ হয় না, তাকে কী বলা হয়? কাজের লোক? কম বেশী সবার বাড়ীতেই থাকে। শ্রীমতিরও আছে। কাজল। যে কাজল চোখে হারায় শ্রীমতিকে।
তাঁর জীবনের ওঠা পড়া, ভাঙা গড়া সব কিছুতেই কাজলের দাগ। বন্ধু। পরিবার। রাইট হ্যান্ড। যে নামেই ডাকুন।'
আরও পড়ুন: Ek Villain Returns: 'এক ভিলেন রিটার্নস' ছবিতে অন্ধকার মোড়কে ফিরছে জনপ্রিয় গান 'গলিয়াঁ'
এর আগে পর্দার কাজল অর্থাৎ খেয়ার সঙ্গেও ছবি ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন, খেয়ার সঙ্গে তাঁর অনেকদিনের বন্ধুত্ব, কাজ করার সময়ও দারুণ অভিজ্ঞতা হয়েছে। আর পর্দার কাজল মানে খেয়া? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে খেয়া বলেছিলেন, 'যখন প্রথম শ্রীমতীর চরিত্রায়ণ হল, অনেকেই ভ্রু-কুঁচকেছিলেন। পরিচারিকার চরিত্রে অভিনয়! আমি সঙ্গে সঙ্গে বলতাম, কেন নয়? আমার মা চিকিৎসক। আমি যাঁর কাছে বড় হয়েছি তাঁর পরিচয় গৃহ-পরিচারিকা হলেও তিনিই আমার কাছে সব। মণি বলে ডাকি। মণির কাছে আমি, আমার দিদি সবাই বড় হয়েছে। অর্জুনদা যখন আমাকে কাজলের চরিত্রটা বলেছিল, তখনই মনে হয়েছিল পর্দায় এমনভাবেই সম্পর্কের গল্প বলা উচিত। পরিচারিকা মানেই তাদের কথা বলার ধরণ আলাদা, ভাবনা আলাদা এমন নয়। প্রত্যেকেই সাধারণ মানুষ। এই চরিত্রটা ফুটিয়ে তোলা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আপ্রাণ চেষ্টা করেছি।'