Swastika Mukherjee Update: 'বাবার দেওয়া দুল' অনলাইনে বিক্রি স্বস্তিকার, উদ্যোগে পাশে মেয়েও
Swastika Mukherjee Update: পোস্ট করে হ্যাশট্যাগে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, 'বার্থডে মান্থ সেল'।উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখই স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। আর এই সেল তিনি শুরু করেছেন ১ ডিসেম্বর।
কলকাতায়: নিজের সোশ্যাল মিডিয়ায় গয়না বিক্রি করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অবাক হলেন তো? কিন্তু কেন হঠাৎ এই কাজ করছেন অভিনেত্রী? কারণ শুনলে অবাক হয়তো হবেন না, তবে মুগ্ধতায় ভরে উঠবেন।
খানিক বিস্তারিত জানা যাক। এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। সেরকমই বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটো ছবি পোস্ট করেন অভিনেত্রী। আর পাঁচটা পোস্টের থেকে খানিক আলাদা। দুটো ছবিতে দুটো ভিন্ন দুল পরে আছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে দুল দুটো দেখিয়েই ছবি তুলেছেন। বেশ সুন্দর দেখতে সেগুলো। কিন্তু নজর কাড়ছে ক্যাপশন। লিখেছেন, 'এই দুলগুলো বাবার থেকে উপহার পেয়েছিলাম এবং একটি শুভ কারণেই এদের থেকে বিদায় নেব।' ছবিগুলিতে দুলের দাম লেখা। ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন সেগুলি কেউ কিনতে চাইলে সেই দামটা যেন সরাসরি 'প ফ্যামিলি' নামক সংস্থাকে পাঠানো হয়।
View this post on Instagram
'প ফ্যামিলি' এমন একটি সংস্থা যাঁরা অসহায় প্রাণীদের উদ্ধার করে তাদের দেখাশোনা করে। তাঁদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েই নিজের জিনিস বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। পোস্টে তাঁর স্পষ্ট বক্তব্য, জিনিসের দাম ক্রেতা যেন সরাসরি ওই সংস্থাকেই পাঠায়। অনলাইন পেমেন্টের নম্বরও দেওয়া আছে। পোস্ট করে হ্যাশট্যাগে অভিনেত্রী লিখেছেন, 'বার্থডে মান্থ সেল'। উল্লেখ্য, চলতি মাসের ১৩ তারিখই স্বস্তিকা মুখোপাধ্যায়ের জন্মদিন। আর এই সেল তিনি শুরু করেছেন ১ ডিসেম্বর।
ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে সেই দুল। শুধু ওই পোস্টেই শেষ নয়। এরপর একাধিক হারের ছবি দিয়েছেন তিনি। এরপর আজ তাঁর মেয়ে অন্বেষারও (Anwesha) কিছু ছবি পোস্ট করেছেন তিনি। বিক্রি করছেন বেল্ট। মায়ের সঙ্গে রাস্তার প্রাণীদের বাঁচানোর উদ্যোগে হাত মিলিয়েছেন তিনিও।
View this post on Instagram
স্বস্তিকা মুখোপাধ্যায় ও অন্বেষার এই উদ্যোগকে স্বাগত ও কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন: Tonic Title Track: 'হাত বাড়ালেই বন্ধু...', মুক্তি পেল 'টনিক'-এর টাইটেল ট্র্যাক