Swastika Mukherjee Initiative: 'যৌনকর্মীরা বাঁচার জন্য লড়াই করছেন', সাহায্যের আবেদন স্বস্তিকার
'করোনা পরিস্থিতিতে কষ্টের মধ্যে রয়েছে এমন মানুষের কথাই যদি বলতে চান.. তাহলে যৌনকর্মীদের কথা বলুন'.. সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে এই মন্তব্যই করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কারণ? আজ বিশ্ব যৌন স্বাস্থ্যকর্মী দিবস। করোনা পরিস্থিতিতে স্বস্তিকার লেখায় উঠে এল যৌনকর্মীদের দুরবস্থার কথা। কোভিড প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যৌনকর্মীদের রুজি-রোজগারকে।
![Swastika Mukherjee Initiative: 'যৌনকর্মীরা বাঁচার জন্য লড়াই করছেন', সাহায্যের আবেদন স্বস্তিকার Swastika Mukherjee wrote an emotional post on International Sex Worker Day,taken fund raising initiative for sex workers Swastika Mukherjee Initiative: 'যৌনকর্মীরা বাঁচার জন্য লড়াই করছেন', সাহায্যের আবেদন স্বস্তিকার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/02/de39e9b92563669ed03eed055ee1d940_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'করোনা পরিস্থিতিতে কষ্টের মধ্যে রয়েছে এমন মানুষের কথাই যদি বলতে চান.. তাহলে যৌনকর্মীদের কথা বলুন'.. সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে এই মন্তব্যই করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কারণ? আজ বিশ্ব যৌনকর্মী দিবস। করোনা পরিস্থিতিতে স্বস্তিকার লেখায় উঠে এল যৌনকর্মীদের দুরবস্থার কথা। কোভিড প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যৌনকর্মীদের রুজি-রোজগারকে।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন স্বস্তিকা। ছবির ফ্রেমে ধরা রয়েছে যৌনকর্মীদের সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন মুহূর্ত। কোথাও তিনি হাজির হয়েছেন কুমোরটুলিতে, আবার কোথাও দুর্গাপুজোয়। ছবিগুলি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, 'করোনা পরিস্থিতিতে যে জীবিকাটা সবচেয়ে প্রশ্নের মুখে পড়েছে তা হল যৌনকর্মীদের জীবিকা। যদি কথা বলতেই হয়, ওনাদের নিয়ে কথা বলুন। ওনাদের দিকে আলোকপাত করুন।
বর্তমান পরিস্থিতিতে ওঁদের বাঁচবার জন্য লড়াই করতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসও ঠিকমতো আনতে পারছেন না তাঁরা। আমি বেশ কয়েকবছর আগে, কিছু কাজের জন্য যৌনকর্মীদের সঙ্গে আলাপ-পরিচয় করার সুযোগ পাই। ওনারা এক একজন ভীষণ ভালো মনের মানুষ। আমি সবসময় বিশ্বাস করি, মানুষের পেশা কখনও মানুষের চরিত্র তৈরি করে দেয় না। মানুষ কেমন সেটা বিচার করা উচিত তাঁর মন দেখে। সেটাই আসল।
আজ বিশ্ব যৌনকর্মী দিবস। আজ কেবল এটুকুই বলতে চাই, 'কলকাতার যৌনকর্মীরা ক্ষুধার্ত। প্রত্যেকদিনের প্রয়োজন মেটাতে তাঁদের লড়াই করতে হচ্ছে। ওনাদের সাহায্য় করতে এগিয়ে আসুন। সমস্ত সংস্কার ভেঙে ওনাদের পাশে দাঁড়ান যাতে ওরা সুস্থ মানুষের মত বাঁচতে পারে আর জীবন যাপনের জন্য প্রয়োজনীয় জিনিসটুকু পায়।'
নিজের পোস্টের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যৌনকর্মীদের সংস্থা 'দুর্বার মহিলা'-র ব্যাঙ্ক ডিটেলস সহ অন্যান্য তথ্যও দেন। যে কেউ ওই নম্বরে টাকা পাঠাতে পারেন বলে জানান স্বস্তিকা।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের অন্য কয়েকটি ছবিও পোস্ট করেন স্বস্তিকা। সেখানে দেখা যায়, নায়িকার সাদা কালো চুল আর লাল ঠোঁট। করোনাকালে ঘরবন্দি থেকেও তাঁর ভালো থাকার দাওয়াই নাকি লিপস্টিক, লিখেছিলেন স্বস্তিকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)