Swastika on KK: 'কারও উত্তর দেওয়ার কোনও দায় নেই!' কেকে-র মৃত্যুতে লিখছেন স্বস্তিকা
Swastike on KK Death: স্বস্তিকা লিখেছেন, 'আমার ভীষণ রাগ হচ্ছে। আমি দুঃখিত এবং আমার ভীষণ রাগ হচ্ছে। কারোও মনে হচ্ছে না দায়িত্ব নেওয়া উচিত।
কলকাতা: একের পর এক শিল্পী কার্যত ফুঁসে উঠেছেন কেকে-র (KK) মৃত্যুতে (KK death)। যে বাংলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেকে, বাদ যাননি সেই বাংলার শিল্পীরাও। কেউ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন, কেউ দুঃখপ্রকাশ করেছেন, কেউ আবার সবার হয়েই ক্ষমা চেয়েছেন, আফশোস করেছেন। নাহ.. ফেরানো যায়নি সুরের জাদুকরকে। তাঁর মৃত্যু নিয়ে যখন তোলপাড় বাংলা থেকে শুরু করে অন্য রাজ্য, রাজনীতি থেকে শুরু করে সিনেদুনিয়া, তখন ভারসোভার শ্মশানে পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিনেত্রী লিখেছেন, 'আমার ভীষণ রাগ হচ্ছে। আমি দুঃখিত এবং আমার ভীষণ রাগ হচ্ছে। কারোও মনে হচ্ছে না দায়িত্ব নেওয়া উচিত। কেউ দায়িত্ব নিচ্ছেনও না। কেউ কোনও প্রশ্ন করছেন না, কারও কোনও উত্তর দেওয়ার দায়ও নেই। রাজ্যটা যেন বিষিয়ে যাচ্ছে। এবার আমাদের সরে যাওয়া উচিত।'
I am so angry. So sorry and so angry.
No one feels responsible, no accountability for anything. No questions asked, no answers given.
Rotten state of affairs. And we just move on.
">
এর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ট্যুইটকে রিট্যুইট করে স্বস্তিকা লিখেছেন, আর্টিস্ট কমিউনিটি কী এগিয়ে এসে এই গুণ্ডামি বন্ধ করতে পারেন না? এখানে শিল্পের নামে গুণ্ডামি চলে। দয়া করে এই জিনিসটাকে অযথা মহিমান্বিত করবেন না গান গাইতে গাইতে চলে গেল, কী দারুণ চলে যাওয়া, প্রকৃত আর্টিস্ট ইত্যাদি বলে।
আজ এক সুরেলা অধ্যায়ের পরিসমাপ্তি হল ভারসোভায়। চোখের জলে আজ গোটা দেশ শেষ বিদায় জানাল গানের জাদুকরকে। মুম্বইয়ে ভারসোভা শ্মশানে কে কে-র শেষকৃত্য সম্পন্ন হল কে কে-র। শেষ শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০টা থেকে আন্ধেরি ওয়েস্টে পার্ক প্লাজার বাসভবনে রাখা ছিল কে কে-র নশ্বর দেহ। শেষকৃত্যে হাজির সঙ্গীত দুনিয়ার তারকারা, কে কে-র অসংখ্য অনুরাগীরা।