Taapsee Pannu: অনগ্রসর মানুষদের জন্য বিশেষ ভাবনা, বস্তির ঘরে ঘরে ওয়াটার কুলার বিতরণ করলেন তাপসী
Taapsee Pannu News: বিশেষ করে যাঁরা অনগ্রসর এলাকায় থাকেন, তাঁদের ক্ষেত্রে জল একটা খুব বড় সমস্যা। অধিকাংশ সময়েই, জল পরিশুদ্ধ না হওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েন অনেকেই

কলকাতা: অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) চিরকালই অন্যদের থেকে অন্য পথে হাঁটেন। সদ্য তাপসী আবার একটি নতুন আর ভাল পদক্ষেপ নিয়েছেন। মুম্বইয়ের গরম এমনিতেই বেশ অসহ্য়। আর এবার সেই গরম থেকে বাঁচতে অভিনেত্রী অনগ্রসর পরিবারের মধ্যে ওয়াটার কুলার ও ইনসুলেটেড বোতল বিতরণ করেছেন। বিশেষ করে যাঁরা অনগ্রসর এলাকায় থাকেন, তাঁদের ক্ষেত্রে জল একটা খুব বড় সমস্যা। অধিকাংশ সময়েই, জল পরিশুদ্ধ না হওয়ার জন্য অসুস্থ হয়ে পড়েন অনেকেই। অনেক সময়ে জল যথাযথভাবে সংরক্ষণ করার জন্য পাত্র থাকে না। সেই কারণেই এই পদক্ষেপ অনগ্রসর মানুষদের যথেশ্ট সাহায্য করবে বলেই আশা করা যায়। তাপসীর এই উদ্যোগে সঙ্গী হয়েছে একটি NGO।
তাপসীর অভিনব ভাবনা
তাপসী একটি জিন্স, টি শার্ট ও স্নিকার্স পরে পৌঁছে গিয়েছিলেন বিভিন্ন বস্তি এলাকায়। সেখানে সাধারণ মানুষদের মধ্যে ওয়াটার কুলার বিতরণ করেন তাপসী। ছোটদের সঙ্গেও কথা বলেন, তাঁদের হাতে তুলে দেন ইনসুলেটেড বোতল। তাপসীর ব্যবহারেও সবাই ভীষণ খুশি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েতে তাপসীর এই ভিডিও। সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন এই ধরণের কাছে যুক্ত থাকার জন্য।' এই কাজে অংশগ্রহণ করার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছেন, 'আমরা প্রায়ই ফ্যান বা কুলারের মতো মৌলিক সুবিধাগুলিকে অবহেলা করি, কিন্তু অনেক মানুষের জন্য, বিশেষ করে এই অসহ্য গরমে, সামান্য একটু বাতাসও আশীর্বাদ বলে মনে হতে পারে। এই উদ্যোগের অংশ হওয়া আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি শুধুমাত্র দেওয়ার বিষয় নয়—এটি মানুষের পাশে দাঁড়ানো, তাদের ব্যথা বোঝা এবং তা কিছুটা হলেও কমিয়ে আনার জন্য যা আমরা করতে পারি তা করা।”
গত বছরই বিয়ে করেছেন তাপসী পান্নু। এই বিয়ে নিয়ে তিনি বলেছিলেন, 'আমি চেয়েছিলাম, বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় থাকুক। খুব ঘনিষ্ঠ বৃত্তে আমি আমার বিয়ে সেরেছি। সমাজমাধ্যমে কোনও ছবিও এখনও পর্যন্ত পোস্ট করিনি। তবে আমার কাছে বিয়েটা খুব ব্যক্তিগত ব্যাপার। বিয়ের সাজ নিয়ে আমার কোনও পরিকল্পনা ছিল না এটা ভুল। তবে কোনও নামজাদা পোশাক শিল্পীর কাছ থেকে পোশাক বানালে সেই খবর ছড়িয়ে যেতই। সেই কারণেই আমি কোনও প্রথম সারির পোশাক শিল্পীর কাছে যাইনি। এক বন্ধুর হাতেই তৈরি আমার বিয়ের সাজ। তবে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, তেমনটাই করে দিয়েছিল ও।'






















