Tahir Raj Bhasin: 'রোজ রাত ৩টেয় ওঠা, ৫ ডিগ্রি তাপমাত্রায় বৃষ্টিতে ভিজে শ্যুট', কোন কাজের জন্য এই কঠিন পরীক্ষা দিয়েছিলেন তাহির রাজ ভাসিন?
Special Ops 2: তাহির রাজ ভাসিন জানিয়েছেন, তাঁরা যেখানে থাকছিলেন, সেখান থেকে শ্যুটিংয়ের লোকেসন ছিল অনেকটা দূরে। রোজ রাত ৩টের সময় উঠে পড়তে হল তাহির রাজ ভাসিনকে

কলকাতা: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'স্পেশাপ অপস ২' (Special Ops 2)। আর এই সিরিজে আলাদাভাবে নজর কেড়েছেন যে অভিনেতা, তিনি হলেন, তাহির রাজ ভাসিন (Tahir Raj Bhasin)। থ্রিলার এই ওয়েব সিরিজে দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে তাঁর অভিনয়। তবে এতটা সহজ ছিল না এই সিরিজে অভিনয় করা। অনেক সময়েই এমন হয় যে, অভিনেতাদের শ্যুটিংয়ের সময়ের গল্পের কথা জানতে পারেন না অনেকেই। সদ্য IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে, তেমনই কিছু ঘটনার কথা শুনিয়েছেন, তাহির রাজ ভাসিন। কতটা কঠিন পরিস্থিতিতে তাঁদের শ্যুটিং করতে হত, সেই কথাই তুলে ধরেছেন তাঁরা।
তাহির রাজ ভাসিন জানিয়েছেন, তাঁরা যেখানে থাকছিলেন, সেখান থেকে শ্যুটিংয়ের লোকেসন ছিল অনেকটা দূরে। রোজ রাত ৩টের সময় উঠে পড়তে হল তাহির রাজ ভাসিনকে। তারপরে তৈরি হয়ে রওনা দিয়ে দিতে হত সেটের উদ্দেশে। 'মর্দানি' অভিনেতা বলছেন, 'সিজন ১-এ এই সিরিজ যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, যে স্কেলে পরিকল্পনা করা হয়েছিল, তার থেকে অনেক বেশি বড় স্কেলে পরিকল্পনা করা হয়েছে 'স্পেশাপ অপস ২'-এর দ্বিতীয় সিজন। আর সেই কারণে যখন সেটে পৌঁছন একজন অভিনেতা, তখন তাঁকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়।'
তাহির রাজ ভাসিন বলছেন, 'যেখানে আমরা থাকছিলাম আর যেখানে শ্যুটিং হচ্ছিল, তার মধ্যে যাতায়াতের দূরত্ব ছিল ৪ ঘণ্টা। ফলে সময়ে শ্যুটিং সেটে পৌঁছনোর জন্য রাত ৩টেয় উঠতে হত। ৫ ডিগ্রি সেলসিয়াসে আমরা শ্যুটিং করতাম। তার ওপর বৃষ্টি হত। কিন্তু এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে, শরীরে এত কষ্ট সহ্য করে কীভাবে শারীরিক আর মানসিকভাবে সেরা অভিনয়টা করা যায়, সেই সিরিজ আমায় সেটাই শিখিয়েছে। পরিচালক নীরজ পাণ্ডে ও অভিনেতা কে কে মেননের সঙ্গে কাজ করে তাহির রাজ ভাসিন কী শিখেছেন, সেই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেছেন, 'নীরজ পাণ্ডের সঙ্গে কাজ করে করে আমার যেন নতুন করে চোখ খুলে গিয়েছে। অভিনয় নিয়ে ওঁক যা স্বচ্ছতা, যা দৃষ্টিভঙ্গি, সেটা আমায় প্রচুর কিছু শিখিয়েছে। একইভাবে, কে কে মেননের কী ধৈর্য্য, অভিনয় নিয়ে কী স্বচ্ছ ধারণা, কী মনোযোগ, ব্যক্তিগত জীবন হোক বা ক্যামেরার সামনে, তিনি কীভাবে নিজের সবচেয়ে ভাল পারফর্মম্য়ান্সটা করতে পারেন, সেইদিকে তাঁর সবসময় নজর থাকে।'























