Tamannaah Bhatia: বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক, আবদুল রজ্জাকের সঙ্গে বিয়ে? বারে বারে শিরোনামে তমন্নার প্রেমজীবন
Tamannaah Bhatia: বিরাট কোহলির সঙ্গে সম্পর্ক, আবদুল রজ্জাকের সঙ্গে বিয়ে? সোজাসাপ্টা জবাব তমন্নার

কলকাতা: ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিতর্কিত মন্তব্য.. হামেশাই চর্চায় থাকেন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। তাঁর সঙ্গে বারে বারেই একাধিক অভিনেতা থেকে শুরু করে ক্রিকেটারের নাম জড়িয়েছে। সম্প্রতি জানা গিয়েছিল, অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)-র সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে কেবল শোনা যায়নি, হামেশাই নায়ক নায়িকাকে দেখা যেত একসঙ্গে। তবে তাঁদের নাকি সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে এর আগে, বিরাট কোহলি থেকে শুরু করে আবদুল রজ্জাক, একাধিক ক্রিকেটারের সঙ্গেও নাম জড়িয়েছে তমন্নার। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন তমন্না।
বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন তমন্না?
একটা সময়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল বিরাট কোহলি (Virat Kohli) আর তমন্নার ছবি। সেই থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে বিরাটের সঙ্গে নাকি প্রেম করছেন তমন্না। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তমন্না জানান, প্রেম করা তো দূর অস্ত, বিরাট কোহলির সঙ্গে তাঁর দেখাই হয়েছে মাত্র ১ বার। একটি বিজ্ঞাপনী শ্যুটে। তারপরে বিরাটের সঙ্গে আর কখনও মুখোমুখি দেখা হয়নি তমন্নার। ফলে প্রেম করার জল্পনা একেবারেই ভিত্তিহীন।
আবদুল রজ্জাকের সঙ্গে বিবাহের গুঞ্জন
একা বিরাট কোহলি নন, তমন্নার নাম জড়িয়েছিল আবদুল রজ্জাকের সঙ্গেও। শোনা গিয়েছিল, তাঁদের প্রেম নাকি এতটাই গভীর ছিল যে গোপনে বিয়ে পর্যন্ত সেরেছিলেন তাঁরা। একটি গয়নার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল আবদুল রজ্জাক ও তমন্নাকে। এই বিষয় নিয়ে তমন্না বলেন, 'নেটদুনিয়া একটা ভীষণ মজার জায়গা। এখানে কোনও মানুষের সঙ্গে কোনও মানুষের সম্পর্ক না থাকলেও, কীভাবে এরা ২ জন মানুষকে জুড়ে দিতে পারেন?' এরপরে তিনি ক্যামেরার দিতে হাত জোড় করে বলেন, 'আমি সত্যিই দুঃখিত স্যার (আবদুল রজ্জাক)। আপনি বিবাহিত এবং আপনার ২ -৩ জন সন্তান রয়েছে। আমি সত্যিই জানি না আপনার জীবন কেমন?' তমন্না আরও বলে, এই ধরনের ভিত্তিহীন গুঞ্জন মেনে নিতে ভীষণ কষ্ট হয়। তবে কিছু করার নেই। মানুষের চাহিদাকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না।'
View this post on Instagram






















