Thalapathy Vijay: দলের নাম ঘোষণা করলেন থলপতি বিজয়, রাজনীতিতে পা দিয়েই কী বার্তা অভিনেতার ?
Thalapathy Vijay: রাজনীতির ময়দানে পা রাখলেন দক্ষিণী তারকা বিজয়। শুক্রবার নিজের সমাজমাধ্যমে একটি বিজ্ঞপ্তিতে নিজের দলের নামও ঘোষণা করলেন তিনি। ২০২৪-এই কি নির্বাচনে লড়বেন ?
চেন্নাই: লোকসভা নির্বাচনের আগেই বড়পর্দা ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখলেন দক্ষিণী তারকা থলপতি বিজয়। অনুরাগীদের মধ্যে তাঁর প্রভূত জনপ্রিয়তার কথা অনস্বীকার্য। এর আগে ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে জানা গিয়েছিল যে নিজের রাজনৈতিক দল তৈরি করবেন থলপতি বিজয় (Thalapathy Vijay)। এবার নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন তিনি। জাতীয় নির্বাচন কমিশনের কাছে নিজের দলের নাম নথিভুক্ত করানোর কাজও অনেকদূর সেরে ফেলেছেন বলে জানিয়েছেন অভিনেতা। লোকসভা নির্বাচনের আগে বড় খবর দিলেন বিজয়।
শুক্রবার একটি প্রতিবেদনে থলপতি বিজয় (Thalapathy Vijay) জানান যে, তাঁর রাজনৈতিক দলের নাম হবে Tamizhaga Vetri Kazhagam যার আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় তামিলনাড়ু ভিক্টর পার্টি। বিজ্ঞপ্তিতেই জানা গিয়েছে যে শুক্রবারই ইলেকশন কমিশনের কাছে দলের নাম নথিভুক্ত করার আবেদন পেশ করবেন বিজয়। আগামী ২০২৬ সালের লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য এবং নির্বাচনে জিতে স্থানীয় মানুষদের দাবিপূরণের আশ্বাস দিয়েছেন থলপতি বিজয়।
এর আগেও দক্ষিণী তারকাদের মধ্যে অনেকেই চলচ্চিত্রের দুনিয়া থেকে রাজনীতির ময়দানে পা দিয়েছেন। এই ঘটনার সর্বপ্রথম দৃষ্টান্ত জয়ললিতা। তারপর কমল হাসন, রজনীকান্তও রাজনীতিতে এসেছেন। তাঁদেরই পদাঙ্ক অনুসরণ করে চেন্নাইয়ে সাংগাঠনিক বদল আনতে চান বিজয়। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের কাছে যাওয়ার আগে সম্প্রতি বিজয়ের (Thalapathy Vijay) দলে একটি পরিষদীয় বৈঠক ডাকা হয় যেখানে প্রায় ২০০ জন সদস্য হাজির ছিলেন। তাঁর দলের সভাপতি হয়েছেন বিজয় নিজে, ইতিমধ্যে নাকি দলের সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষও নিযুক্ত করা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ২০২৪ সালের নির্বাচনে বিজয় কোনও দলকে সমর্থনও করবেন না এবং নির্বাচনে অংশও নেবেন না বলেই জানিয়েছেন।
রাজনীতিতে পাকাপাকিভাবে আসার আগেই নানাভাবে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন থলপতি বিজয়। দুঃস্থ মানুষদের খাবার বণ্টন, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দেওয়া, তাদের টিউশনের ব্যবস্থা করে দেওয়া, এমনকী টাকার অভাবে মামলা লড়তে না পারলে সেখানে বিনামূল্যে আইনি সহায়তাও দিয়ে থাকেন বিজয়।
বিগত বেশ কয়েক বছর ধরেই বিজয় (Thalapathy Vijay) এবং তাঁর বাবা এসএ চন্দ্রশেখর নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামার ইঙ্গিত দিয়েছেন নানা মাধ্যমে। ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। তিনি নিজেও সেই সময় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকী ২০১৪ সালে নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারেও কিছু সময় অংশ নিয়েছিলেন থলপতি বিজয়।