Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, প্রতিবাদে মিছিল শুভেন্দুর
Suvendu Adhikari: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে মিছিল শুভেন্দুর। বাংলাদেশে ক্রমেই কোণঠাসা হচ্ছেন সংখ্যালঘুরা। আজ ফের না মঞ্জুর হয়েছে চিন্ময়ের জামিনের আবেদন। 'সিদ্দিকুল্লা, ফিরহাদের বিরুদ্ধে একসাথে লড়তে হবে', মেদিনীপুরের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর। 'খেজুরির হিন্দুরা উত্তর দিতে নেমেছে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল শুভেন্দুর।
'প্রাথমিক স্তরে সিমেস্টার!' 'একটা বাচ্চা সিমেস্টার দেবে' স্কুলে এসব হয় না, স্কুলে কোনও সিমেস্টার চলবে না' আমি জানতাম না, মুখ্যসচিব জানতেন না । 'কোনও নীতি চালু করতে গেলে আগে আমাদের জানাতে হবে' । মন্ত্রী ব্রাত্য বসুকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মালদায় তৃণমূলের দাপুটে নেতাকে গুলি করে খুন । বাড়ির কাছেই গুলিবিদ্ধ হলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার । সকাল ১০টা নাগাদ পার্টি অফিস থেকে বেরিয়ে নিজের পাইপ কারখানায় যাচ্ছিলেন দুলাল সরকার । স্থানীয়দের দাবি, দুটি বাইকে চড়ে, মুখ ঢেকে, চার দুষ্কৃতী আসে । মালদা সহ-সভাপতিকে লক্ষ্য করে পরপর ৪ রাউন্ড গুলি চলে । ২টি গুলি লাগে নেতার মাথায়, একটি লেগেছে পিঠে, হাসপাতালে আনার আগেই মৃত্যু।