Ananda Sakal : আজ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ দাস? সওয়াল করবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী
Ananda Sakal : এক মাসেরও বেশি ধরে বিনা বিচারে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। বাংলাদেশে মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য় সরব হয়েছিলেন সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাস। ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগ, তাঁকে গ্রেফতার করে মহম্মদ ইউনূসের পুলিশ। ২৬ নভেম্বর তাঁকে জেল হেফাজতে পাঠায় আদালত। সেই থেকে নানাভাবে তাঁকে জেলে আটকে রেখেছে মহম্মদ ইউনূসের সরকার। আজ চট্টগ্রাম আদালতে তাঁর শুনানি হওয়ার কথা।
ইতিমধ্যেই সন্ন্যাসীর জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন সন্ন্য়াসীর আইনজীবীরা। কখনও ওকালতনামা না থাকার কারণ দেখিয়ে, কখনও আবার স্থানীয় আইনজীবী না থাকার অজুহাতে সেই আবেদন খারিজ করা হয়েছে। ফলে একমাসের বেশি সময় ধরে জেলে আটকে চিন্ময়কৃষ্ণ দাস। আবার পরিকল্পনা করে, প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হবে না তো? বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের জন্য় সরব, সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে আটকে রাখতে নতুন কোনও ফন্দি আঁটবে না তো মহম্মদ ইউনূসের সরকার? এই উত্তরের অপেক্ষাতেই এখন সমস্ত নজর রয়েছে চট্টগ্রাম আদালতের দিকে।