Tanusree Chakraborty Exclusive: 'রান্না ভীষণ প্রিয়, অভিনেত্রী না হলে শ্যেফ হতাম'
রান্না করতে ভালোবাসেন তিনি? এক মুখ হাসি নিয়ে তনুশ্রী বললেন, 'ভীষণ। লকডাউনে অনেকরকম রান্না করেছি।' সবচেয়ে প্রিয় রান্না? একটু ভেবে তনুশ্রী বললেন, 'বিরিয়ানি বানাতে আমি খুব ভালোবাসি। আর মাটন।
কলকাতা: তিনি টলিউডের প্রথম সারির অভিনেত্রী। সামনেই তাঁর একের পর এক ছবি মুক্তি। কিন্তু কী হত যদি রুপোলি পর্দায় পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেত্রী না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)।
'প্রিয় রান্না বিরিয়ানি, মাটন'
সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। সেই ছবির প্রচারে এসেই পর্দার বাইরের গল্পে মজেছিলেন তনুশ্রী। কী হত তিনি যদি অভিনেত্রী না হতেন? একটু ভেবে তনুশ্রীর উত্তর, 'হয় শিক্ষক হতাম না হয় শ্যেফ।' রান্না করতে ভালোবাসেন তিনি? এক মুখ হাসি নিয়ে তনুশ্রী বললেন, 'ভীষণ। লকডাউনে অনেকরকম রান্না করেছি।' সবচেয়ে প্রিয় রান্না? একটু ভেবে তনুশ্রী বললেন, 'বিরিয়ানি বানাতে আমি খুব ভালোবাসি। আর মাটন। খেতে বানাতে দুটোই ভালোবাসি।'
আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রোজ শ্যুটিংয়ে ঝকঝকে রোদ, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা? তনুশ্রী বলছেন, 'এই ছবির শ্যুটিং এমন একটা সময়ে শুরু যখন মানুষ ভীষণভাবে বাইরে বেরতে চাইছিল। এই ছবিটা একটা পেইড হলিডের মত ছিল আমাদের কাছে। সবচেয়ে বড় কথা এত প্রিয় জায়গা। দার্জিলিং, ডুয়ার্স, কাঞ্চনজঙ্ঘা। গল্পটাও দারুণ। সবাই চুটিয়ে কাজ করেছি।'
আরও পড়ুন: বাবা স্বর্ণযুগের তারকা, অভিনয়ে আসার পরিকল্পনাই ছিল না শাশ্বতর!
শ্যুটিং নাকি পিকনিক। শটের মাঝেই নাকি 'গ্লেনারিজ'-এ (Glenary's) চলে যেতেন অভিনেতা অভিনেত্রীরা। সেখান থেকে ফোন করে ফের ফিরিয়ে আনা হল সেটে। আর সেটটাই তো একটা ঘোরার জায়গা। দারুণ একটা বাংলোয় শ্যুটিং হচ্ছিল। পরিচালক বলেছিলেন, শ্যুটিং সেটেই ব্যাডমিন্টন খেলা চলত, রান্না চলত। সেই সুরে সুর মিলিয়ে তনুশ্রীও বললেন, 'সেটে গিয়েই আমরা ঠিক করতাম, আজকে কী খাব? কখনও লঙ্কা বাটা দিয়ে শশা বা আপেল। তবে আমরা সবাই এতটাই খেতে ভালোবাসতাম, সবার ভাগে মাত্র এক টুকরো করেই হত।' হেসে উঠলেন তনুশ্রী।