The Kashmir Files Collection: দ্বিতীয় মঙ্গলবারে প্রায় ১৫ শতাংশ কমল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির আয়
The Kashmir Files Collection: অন্যদিকে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে জানিয়েছেন যে ভালই ব্যবসা করছে এই ছবি। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে এই ছবি ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।
নয়াদিল্লি: রেকর্ড অব্যাহত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির। বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে ১১ মার্চ। মাত্র ২ সপ্তাহে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। যদিও মঙ্গলবার অর্থাৎ গতকাল ব্যবসার পরিমাণ খানিক কমে।
দ্বিতীয় সপ্তাহের ব্যবসা
দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার বেশ খানিকটা কমল 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ব্যবসা। প্রায় ১৫ শতাংশ ব্যবসা কমল এই ছবির। দ্বাদশ দিনে এই ছবি মোট ১০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রায় ১০৫ থেকে ১১০ কোটি টাকার আয়ের লক্ষ্যে রয়েছে।
অন্যদিকে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে জানিয়েছেন যে ভালই ব্যবসা করছে এই ছবি। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে এই ছবি ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত এই ছবি মোট ১৯০.১০ কোটি টাকার ব্যবসা করেছে।
পরিচালকের আক্ষেপ
ছবির সাফল্যের ব্যাপারে কথা বলতে গিয়ে পরিচালক প্রকাশ্যে এনেছেন এক অজানা তথ্য। পরিচালক জানান যে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে (Lata Mangeshkar) এই ছবির জন্য গান গাইতে অনুরোধ করেছিলেন তিনি। বিবেক অগ্নিহোত্রী বলেন যে তিনি সর্বদা কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ মিস করবেন। গত ৬ ফেব্রুয়ারি পরলোক গমন করেন গায়িকা।
পরিচালক এক সাক্ষাৎকারে বলেন, 'দ্য কাশ্মীর ফাইলসে কোনও গান নেই। কারণ এটি ট্র্যাজিক ছবি। তবে এই ছবিটি গণহত্যার শিকার যাঁরা তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘও। আমি আসলে একজন কাশ্মীরি গায়ককে দিয়ে লোকগান রেকর্ড করেছি এবং আমরা চেয়েছিলাম লতা দিদি সেই গান গাইবেন। তিনি পেশাগত ভাবে গান গাওয়া ছেড়ে দিলেও আমরা অনুরোধ করেছিলাম। পল্লবীর ঘনিষ্ঠ ছিলেন তিনি এবং রাজিও হয়েছিলেন। কাশ্মীর তাঁর খুব কাছের। করোনার প্রকোপ কমলে গান গাইবেন বলে রাজিও হন। স্টুডিওয় যাওয়াও বারণ ছিল তাঁর। কিন্তু তারপর তো সব ওলটপালট হয়ে গেল। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নই রয়ে গেল।'