The Kashmir Files Film: অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ 'দ্য কাশ্মীর ফাইলস' টিমের, পোস্টে কৃতজ্ঞতা স্বীকার পরিচালকের
The Kashmir Files Film: বক্স অফিসেও ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ দিনেই ছবিটি ৫০ কোটির দলে (50 Crore club) ঢুকে পড়েছে। পঞ্চম দিনে রেকর্ড ১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
নয়াদিল্লি: মাত্র পাঁচ দিনেই দুর্দান্ত সাফল্য। ৬০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের থেকে ভূয়সী প্রশংসা পেয়ে চলেছে এই ছবি। এমনকী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) ছবির প্রশংসায় পঞ্চমুখ। কিছুদিন আগেই মোদির সঙ্গে দেখা করে ছবির টিম। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাত করলেন ছবির পুরো টিম।
ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং কাশ্মীরি পণ্ডিতদের জীবন উন্নত করার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিবেক অগ্নিহোত্রী লেখেন, 'ধন্যবাদ অমিত শাহ জি এত উৎসাহিত করার জন্য। কাশ্মীরি জনগণ এবং নিরাপত্তা বাহিনীর মানবাধিকারের জন্য আপনার ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসনীয়। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ কাশ্মীরের জন্য আপনার দৃষ্টিভঙ্গি মানবতা ও ভ্রাতৃত্বকে শক্তিশালী করবে।'
View this post on Instagram
বক্স অফিসেও ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ দিনেই ছবিটি ৫০ কোটির দলে (50 Crore club) ঢুকে পড়েছে। পঞ্চম দিনে রেকর্ড ১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
আরও পড়ুন: The Kashmir Files সিনেমা দেখার জন্য অসমে অর্ধ দিবসের ছুটি দিচ্ছে বিশ্বশর্মার সরকার
'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এই দুদিন ছবিটি যথাক্রমে ১৫.১০ কোটি ও ১৫.০৫ কোটির ব্যবসা করে। এরপর মঙ্গলবার অনুপম খের অভিনীত ছবিটি ১৮ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম পাঁচ দিনের হিসাবে 'দ্য কাশ্মীর ফাইলস' মোট ৬০.২০ কোটি টাকার ব্যবসা করেছে।