The Lady Killer Movie Update: অর্জুন কপূরের বিপরীতে এবার ভূমি পেডনেকর, 'দ্য লেডি কিলার'-এ নয়া জুটি
The Lady Killer Movie Update: এই ছবিতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ভূমি। তিনি বলেন, 'আমার হাতে কোনও নতুন ও চ্যালেঞ্জিং কিছু এলেই খুব রোমাঞ্চিত হই। এবং "দ্য লেডি কিলার" প্রথম থেকেই আমাকে রোমাঞ্চিত করে।
মুম্বই: বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরকে (Bhumi Pednekar) এবার অর্জুন কপূরের (Arjun Kapoor) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে 'দ্য লেডি কিলার' (The Lady Killer) ছবিতে। এদিন ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানান এই কথা।
অজয় বহেল পরিচালিত এই রহস্য রোমাঞ্চ ঘরানার ছবির গল্প আবর্তিত হয় ছোট্ট শহরের এক প্রেমিককে ঘিরে যে আত্ম-ধ্বংসাত্মক সুন্দরীর প্রেমে পড়ে। ছবির পরতে পরতে ট্যুইস্ট থাকবে।
এই ছবিতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ভূমি পেডনেকর। তিনি বলেন, 'আমার হাতে কোনও নতুন ও চ্যালেঞ্জিং কিছু এলেই খুব রোমাঞ্চিত হই। এবং "দ্য লেডি কিলার" প্রথম থেকেই আমাকে রোমাঞ্চিত করে। একজন শিল্পী হিসেবে, এই চরিত্রটি আমার কমফোর্ট জোন থেকে বের করেছে আমাকে এবং নিজে করার অনেক কিছু দিয়েছে। অর্জুনের সঙ্গে, আমার পরিচালক অজয় বহেল ও প্রযোজক ভূষণ স্যর, শৈলেশ স্যরের সঙ্গে কাজ করতে আমি উদগ্রীব।'
অজয় নিজেও অর্জুন ও ভূমির সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, 'আবেগের চড়াউ-উতরাই থাকবে এই ছবিতে। ফলে এমন অভিনেতাদের প্রয়োজন ছিল যাঁরা এই প্রত্যেক ইমোশনকে ছাপিয়ে যেতে পারবে। আমি খুব খুশি অর্জুন ও ভূমি এই চরিত্রদুটি করছে কারণ ওঁরা মানানসই তাইই নয়, সেই সঙ্গে ওঁরা নিজেদের কায়দাও যোগ করবে।'
আরও পড়ুন: Super Singer: কেউ সাধু, কেউ পাঞ্জাবি, ছদ্মবেশে কলকাতার রাস্তায় গানের মঞ্চের প্রতিযোগীরা!
'দ্য লেডি কিলার' ছবির প্রযোজনার দায়িত্বে আছেন ভূষণ কুমার, কৃষণ কুমার ও শৈলেশ আর. সিংহ।