Anupam Kher: নিজের ৫২৫তম ছবির নাম ঘোষণা করলেন অনুপম খের, 'দ্য সিগনেচার'
Anupam Kher Update: অন্যদিকে ইতিমধ্যেই 'উঁচাই' ছবির শ্যুটিং শেষ করেছেন অনুপম খের। সেখানে তাঁর সঙ্গে অমিতাভ বচ্চন, বোমান ইরানি, নীনা গুপ্তাকেও দেখা যাবে।
মুম্বই: বুধবার নিজের আগামী কাজের নাম ঘোষণা করলেন বর্ষীয়াণ অভিনেতা অনুপম খের। তাঁর অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'। এই ছবির জন্য বেশ কিছু মাস তিনি ছিলেন শিরোনামে। এছাড়া তাঁর হাতে রয়েছে আরও বেশ কিছু কাজ।
অনুপম খেরের নতুন ছবি
কর্মজীবনের ৫২৫ তম ছবির নাম অবশেষে ঘোষণা করলেন অভিনেতা অনুপম খের। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একগুচ্ছ ছবিও।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন 'স্পেশাল ২৬' অভিনেতা একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে তাঁকে ক্ল্যাপবোর্ড হাতেও দেখা গেল। আর সেখানেই দেখা গেল ছবির নাম, 'দ্য সিগনেচার'।
দ্বিতীয় ছবিতে দেখা গেল অনুপম খের পোজ দিয়েছেন পরিচালক গজেন্দ্র আহিরে ঘোড়ার সঙ্গে। এবং শেষ ছবিতে একটি ভোটিং লিস্ট মিলল। যেখানে অনুপম খের আগামী ছবির নামের জন্য দর্শকদের থেকে পরামর্শ চেয়েছিলেন।
View this post on Instagram
ক্যাপশনে অভিনেতা লেখেন, 'নাম হল 'দ্য সিগনেচার'! হ্যাঁ। আমার ৫২৫তম ছবির নাম স্থির হয়ে গেছে। আপনাদের পরামর্শ মেনেই নাম হয়েছে খানিক বদলে।' অন্যদিকে ইতিমধ্যেই 'উঁচাই' ছবির শ্যুটিং শেষ করেছেন অনুপম খের। সেখানে তাঁর সঙ্গে অমিতাভ বচ্চন, বোমান ইরানি, নীনা গুপ্তাকেও দেখা যাবে।
আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে হুমকি দিয়ে চিঠি, পুণে থেকে গ্রেফতার ১