Salman Khan: সলমন খানকে হুমকি দিয়ে চিঠি, পুণে থেকে গ্রেফতার ১
Salman Khan Update: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে কী যোগ ধৃত মহাকালের? ধৃতকে জেরা করে সলমনকে হুমকি চিঠির রহস্যভেদ করতে চায় পুলিশ।
মুম্বই: কিছুদিন আগেই হুমকি চিঠি পান সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা বর্ষীয়ান অভিনেতা সেলিম খান (Salim Khan)। আর সেই ঘটনায় আজ পুণে (Pune) থেকে গ্রেফতার করা হল একজনকে।
সলমনকে হুমকি চিঠি, গ্রেফতার ১
সলমন খানকে হুমকি চিঠি দেওয়ার ঘটনায় পুণে থেকে গ্রেফতার করা হল একজনকে। পুণে থেকে সৌরভ ওরফে মহাকাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের সাহায্যে পুণে থেকে অভিযুক্ত মহাকাল গ্রেফতার। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে কী যোগ ধৃত মহাকালের? ধৃতকে জেরা করে সলমনকে হুমকি চিঠির রহস্যভেদ করতে চায় পুলিশ।
দিন কয়েক আগে হুমকি চিঠি পেয়েছেন সলমন খান ও সেলিম খান। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই চিঠিটি উদ্ধার হয়। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
আরও পড়ুন: Boman Irani OTT Debut: ওটিটিতে আত্মপ্রকাশ বোমান ইরানির, আসছে 'মাসুম'
কী বলছেন সলমন খান?
গতকাল হুমকি চিঠি পাওয়া সংক্রান্ত ঘটনায় মুম্বই পুলিশের কাছে বয়ান রেকর্ড করেন সলমন খান। তিনি জানান, কোনওরকম হুমকি ফোন পাননি তিনি। এমনকি তাঁর সঙ্গে কারও শত্রুতা আছে এমন কোনও সম্ভাবনার কথাও অস্বীকার করেন তিনি।
কী লেখা ছিল সলমন আর সেলিম খানকে পাঠানো সেই হুমকি চিঠিতে? সেখানে লেখা ছিল, 'তোদের অবস্থাও মুসেওয়ালার মত হবে।' সন্দেহ, সিধুর মৃত্যুর ঘটনার সঙ্গেও যোগ রয়েছে সলমনের পাওয়া এই হুমকি চিঠির।
এই ঘটনায় সলমন খানের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। সেই বয়ানে সলমন জানিয়েছেন, তিনি কোনও হুমকি ফোন পাননি। সেইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। এমনকী লরেন্স বিষ্ণোই বা গোল্ডি ব্রার-কেও চেনেন না তিনি, জানিয়েছেন 'ভাইজান'।