Himesh Reshammiya: ফের বড়পর্দায় 'রবি কুমার' হয়ে ফিরছেন হিমেশ রেশমিয়া
Badass Ravi Kumar: ২০২৩ সালে ফের বড়পর্দা কাঁপাতে আসছেন হিমেশ রেশমিয়া। 'দ্য এক্সপোজ ইউনিভার্স' আসছে নতুন গল্প নিয়ে। ছবির নাম 'ব্যাডঅ্যাস রবি কুমার'।
![Himesh Reshammiya: ফের বড়পর্দায় 'রবি কুমার' হয়ে ফিরছেন হিমেশ রেশমিয়া The Xpose franchise comes with Himesh Reshammiya on big screen titled 'Badass Ravi Kumar' Himesh Reshammiya: ফের বড়পর্দায় 'রবি কুমার' হয়ে ফিরছেন হিমেশ রেশমিয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/68e845b3b5a98b4eedb27856846235e11667478575075229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ফের 'এক্সপোজ ফ্র্যাঞ্চাইজি' (The Xpose franchise) ফিরছে। এবারের ছবিতেও দেখা যাবে গায়ক-সঙ্গীত পরিচালক-অভিনেতা হিমেশ রেশমিয়াকে (Himesh Reshammiya)। নতুন ছবির নাম 'ব্যাডঅ্যাস রবি কুমার' (Badass Ravi Kumar)। আগের ছবির মতোই এবারও পর্দায় জনপ্রিয় রবি কুমারের চরিত্ররে ফুটিয়ে আনবেন হিমেশ। এই ছবিতে তাঁকে ১০জন ভিলেনের বিপরীতে লড়াই করতে দেখা যাবে। ঘোষণা হয়ে গেল নতুন ছবির নাম।
নতুন ছবির নাম ঘোষণা
২০২৩ সালে ফের বড়পর্দা কাঁপাতে আসছেন হিমেশ রেশমিয়া। 'দ্য এক্সপোজ ইউনিভার্স' আসছে নতুন গল্প নিয়ে। ছবির নাম 'ব্যাডঅ্যাস রবি কুমার'। গানে-নাচে-গল্পে-অ্যাকশনে ভরপুর মনোরঞ্জনের প্রতিশ্রুতি দিচ্ছে ছবির অ্যানাউন্সমেন্ট টিজারই। ছবির প্রযোজনায় 'হিমেশ রেশমিয়া মেলোডিজ'।
এক ব্যক্তির খানিক উন্মাদনার গল্প বড়পর্দায় দর্শক দেখতে পাবেন আগামী বছর। হিমেশ রেশমিয়া রয়েছেন সেই মুখ্য চরিত্রে। টিজারেই চড়ছে উত্তেজনার পারদ। ২০১৪ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি, 'দ্য এক্সপোজ'। দর্শকদের থেকে পাওয়া ভালবাসাকে সঙ্গী করেই ফের পর্দায় ফিরছে রবি কুমার। তবে এবারের ছবিতে অ্যাকশন, ড্রামা, মনোরঞ্জন সবেরই মাত্রা বাড়বে বলেই আশ্বাস নির্মাতাদের।
View this post on Instagram
হিমেশ রেশমিয়ার কথায়, 'অনুরাগীরা আমার হিট ছবি 'দ্য এক্সপোজ' থেকে রবি কুমারের চরিত্র থেকে একটি স্পিন অফ চেয়েছিল। ওই ছবিটি মুক্তির সময় খুব ভাল রিভিউ সহ দুর্দান্ত ব্যবসা করেছিল। তাঁর সংলাপ রাতারাতি জনপ্রিয় হয়।'
আরও পড়ুন: Chakda Xpress: 'চাকদা এক্সপ্রেস' ছবিতে অনুষ্কার কোচের ভূমিকায় দিব্যেন্দু ভট্টাচার্য
শোনা যাচ্ছে, এই ছবিতে দশ খলনায়কের বিরুদ্ধে রবি কুমারকে লড়াই করতে দেখা যাবে। তবে তাঁরা কারা, তাঁদের পরিচয় সবই এখনও গোপন রাখা হয়েছে। এছাড়া ছবির প্রথম গান 'বাটারফ্লাই তিতলিয়াঁ' মুক্তি পাবে আগামী কাল, অর্থাৎ ৪ নভেম্বর। কণ্ঠে অবশ্যই স্বয়ং হিমেশ। ট
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)