এক্সপ্লোর
গণতন্ত্রে কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমি ঝাঁসির রানীর মতো সাহসী : রাখী সবন্ত
1/8

বলিউড অভিনেত্রী তথা আইটেম গার্ল রাখী সবন্ত বলেছেন, আমার মনে হয় লোকে আমার কেরিয়ারের ক্ষতি করার জন্যই আমাকে বিতর্কে জড়িয়ে দেয়। আমি কারুর ধর্মীয় ভাববেগ আহত করার জন্য ভুল মন্তব্য করিনি। এ ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য একটি ভিডিও তৈরি করেছি এবং তা অনলাইনে আপলোড করেছি। রাখী আরও বলেছেন, তিনি ঝাঁসির রানীর মতোই সাহসী এবং এখন যাঁরা তাঁকে অযথা বিতর্কে জড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন।
2/8

এই প্রথম এ ধরনের কোনও মন্তব্যের জন্য রাখী সমস্যায় পড়েছেন, এমনটা কিন্তু নয়।
Published at : 10 Apr 2017 04:19 PM (IST)
Tags :
RAKHI SAWANTView More






















