এক্সপ্লোর
গণতন্ত্রে কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আমি ঝাঁসির রানীর মতো সাহসী : রাখী সবন্ত
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161539/rakhi-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/8
![বলিউড অভিনেত্রী তথা আইটেম গার্ল রাখী সবন্ত বলেছেন, আমার মনে হয় লোকে আমার কেরিয়ারের ক্ষতি করার জন্যই আমাকে বিতর্কে জড়িয়ে দেয়। আমি কারুর ধর্মীয় ভাববেগ আহত করার জন্য ভুল মন্তব্য করিনি। এ ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য একটি ভিডিও তৈরি করেছি এবং তা অনলাইনে আপলোড করেছি। রাখী আরও বলেছেন, তিনি ঝাঁসির রানীর মতোই সাহসী এবং এখন যাঁরা তাঁকে অযথা বিতর্কে জড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161543/rakhi-8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউড অভিনেত্রী তথা আইটেম গার্ল রাখী সবন্ত বলেছেন, আমার মনে হয় লোকে আমার কেরিয়ারের ক্ষতি করার জন্যই আমাকে বিতর্কে জড়িয়ে দেয়। আমি কারুর ধর্মীয় ভাববেগ আহত করার জন্য ভুল মন্তব্য করিনি। এ ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য একটি ভিডিও তৈরি করেছি এবং তা অনলাইনে আপলোড করেছি। রাখী আরও বলেছেন, তিনি ঝাঁসির রানীর মতোই সাহসী এবং এখন যাঁরা তাঁকে অযথা বিতর্কে জড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে তিনি লড়াই করবেন।
2/8
![এই প্রথম এ ধরনের কোনও মন্তব্যের জন্য রাখী সমস্যায় পড়েছেন, এমনটা কিন্তু নয়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161541/rakhi-7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই প্রথম এ ধরনের কোনও মন্তব্যের জন্য রাখী সমস্যায় পড়েছেন, এমনটা কিন্তু নয়।
3/8
![তাঁর কাছে জানতে চাওয়া হয়, এবার কি তিনি বেশি কথা বলার স্বভাব বদলাবেন? এর জবাবে রাখী বলেছেন, কেন? আমাকে এমনটা করতে হবে কেন? তাহলে গণতন্ত্রের অর্থটা কী? আমার কি কথা বলার স্বাধীনতা নেই?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161539/rakhi-6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর কাছে জানতে চাওয়া হয়, এবার কি তিনি বেশি কথা বলার স্বভাব বদলাবেন? এর জবাবে রাখী বলেছেন, কেন? আমাকে এমনটা করতে হবে কেন? তাহলে গণতন্ত্রের অর্থটা কী? আমার কি কথা বলার স্বাধীনতা নেই?
4/8
![সাংবাদিক বৈঠকে আত্মপক্ষ সমর্থন করেছেন রাখী। উল্লেখ্য, গত সপ্তাহেই পঞ্জাব পুলিশের একটি দল তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বইতে এসেছিল। লুধিয়ানার একটি আদালত এই পরোয়ানা জারি করেছে। গত ৯ মার্চ আদালতে হাজির না থাকার জন্য ওই পরোয়ানা জারি হয়েছিল।মহর্ষি বাল্মিকীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ দায়ের হয়েছিল রাখীর বিরুদ্ধে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161537/rakhi-5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাংবাদিক বৈঠকে আত্মপক্ষ সমর্থন করেছেন রাখী। উল্লেখ্য, গত সপ্তাহেই পঞ্জাব পুলিশের একটি দল তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বইতে এসেছিল। লুধিয়ানার একটি আদালত এই পরোয়ানা জারি করেছে। গত ৯ মার্চ আদালতে হাজির না থাকার জন্য ওই পরোয়ানা জারি হয়েছিল।মহর্ষি বাল্মিকীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ দায়ের হয়েছিল রাখীর বিরুদ্ধে।
5/8
![একটি অনুষ্ঠানে রাখী সবন্ত মহর্ষি বাল্মিকী ও গায়ক মিকা সিংহর মধ্যে ব্যবহারে পরিবর্তন নিয়ে তুলনা করেছিলেন। এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছিল বাল্মিকী সম্প্রদায়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161535/rakhi-4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি অনুষ্ঠানে রাখী সবন্ত মহর্ষি বাল্মিকী ও গায়ক মিকা সিংহর মধ্যে ব্যবহারে পরিবর্তন নিয়ে তুলনা করেছিলেন। এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছিল বাল্মিকী সম্প্রদায়।
6/8
![এই ইস্যুতে তিনি সিনেমা জগতের কোনও সমর্থন পেয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তরে বলেছেন, গত বছর মিকার সমর্থনে আমি প্রেস কনফারেন্স করেছিলাম। আর এই ব্যপারে মিকা তাঁকে কিছু জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করেননি। এজন্য তিনি দুঃখিত বলে জানিয়েছেন রাখী।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161533/rakhi-3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ইস্যুতে তিনি সিনেমা জগতের কোনও সমর্থন পেয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তরে বলেছেন, গত বছর মিকার সমর্থনে আমি প্রেস কনফারেন্স করেছিলাম। আর এই ব্যপারে মিকা তাঁকে কিছু জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করেননি। এজন্য তিনি দুঃখিত বলে জানিয়েছেন রাখী।
7/8
![রাখীর দাবি, তিনি আমির খান ও অনুপম খেরের মেসেজ পেয়েছেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161531/rakhi-2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাখীর দাবি, তিনি আমির খান ও অনুপম খেরের মেসেজ পেয়েছেন।
8/8
![বিতর্ক আর রাখী সবন্ত যেন সমার্থক। বিভিন্ন সময় তাঁর বিভিন্ন মন্তব্য, পোশাক বিতর্কে তৈরি করেছে। এবার আলটপকা মন্তব্য করে বাল্মিকী সম্প্রদায়ের ভাবাবেগ আহত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরইমধ্যে রাখী বলেছেন, গণতন্ত্রে কাউকে ভয় করার দরকার নেই। তিনি ঝাঁসির রানীর মতো সাহসী।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/10161529/rakhi-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিতর্ক আর রাখী সবন্ত যেন সমার্থক। বিভিন্ন সময় তাঁর বিভিন্ন মন্তব্য, পোশাক বিতর্কে তৈরি করেছে। এবার আলটপকা মন্তব্য করে বাল্মিকী সম্প্রদায়ের ভাবাবেগ আহত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরইমধ্যে রাখী বলেছেন, গণতন্ত্রে কাউকে ভয় করার দরকার নেই। তিনি ঝাঁসির রানীর মতো সাহসী।
Published at : 10 Apr 2017 04:19 PM (IST)
Tags :
RAKHI SAWANTআরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)