Kriti Sanon: প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ কৃতী, জল্পনা শুরু নয়া সম্পর্কের
Adipurush: নজর কাড়ছে কৃতী - প্রভাসের অফস্ক্রিন কেমিস্ট্রি। যেখানে প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। ইতিমধ্যেই কৃতীর মন্তব্যকে ঘিরে নেটিজেনরা নতুন সম্পর্ক শুরুর গন্ধও পাচ্ছেন।
মুম্বই: দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাসের (Prabhas) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউড নায়িকা কৃতী শ্যানন (Kriti Sanon)। তাঁদের শীঘ্রই একসঙ্গে দেখা যাবে বহু প্রতীক্ষিত 'আদিপুরুষ' (Adipurush) ছবিতে। দেশজুড়ে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে এই ছবি। পর্দায় তাঁদের রসায়ন কতটা নজর কাড়তে পারল, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন। কিন্তু তার আগেই নজর কাড়ছে কৃতী - প্রভাসের অফস্ক্রিন কেমিস্ট্রি। যেখানে প্রভাসের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। ইতিমধ্যেই কৃতীর মন্তব্যকে ঘিরে নেটিজেনরা নতুন সম্পর্ক শুরুর গন্ধও পাচ্ছেন।
'আদিপুরুষ'-এ একসঙ্গে প্রভাস-কৃতী-
পর্দায় যাঁদের সঙ্গে জুটি বাঁধেন কৃতীয় শ্যানন, প্রত্যেক অভিনেতার সঙ্গেই তাঁর সম্পর্ক বেশ মধুর। এমন উদাহরণ তাঁর ক্ষেত্রে বেশ কিছু সময়ে দেখা গিয়েছে। প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত থেকে কার্তিক আরিয়ান কিংবা অক্ষয় কুমার। সকলের সঙ্গেই তাঁর রসায়ন নজরকাড়া। আর এবার সেই তালিকায় যোগ হল প্রভাসের নামও। সম্প্রতি কৃতীকে জিজ্ঞাসা করা হয় যে, খাবারের গল্প ছাড়া প্রভাস সম্পর্কে এমন কিছু বলতে, যা তিনি সেটে আর কারও মধ্যে দেখেননি। কৃতী বলেন, 'আমি ওর (প্রভাস) সঙ্গে আবারও কাজ করতে চাই। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। খাবারের গল্প ছাড়াও ওর মধ্যে অনেক এমন কিছু দেখেছি, যা শুধু ওর মধ্যেই রয়েছে। আমার মনে হয়, ওর চোখে পবিত্রতা রয়েছে। অনেকক্ষেত্রে শ্যুটিংয়ের সময় দেখেছি যখন ক্যামেরার ওকে খুব কাছ থেকে দেখাচ্ছে, ও চোখ দিয়ে অভিনয় করছে যেন। ওর চোখের দিকে তাকালে বুঝতে পারবেন ও কী অনুভব করছে। আমার মনে হয়, মানুষ এটাই চায় যে চোখে পবিত্রতা থাকে যেন। চোখ দিয়েই সমস্ত অভিব্যক্তির প্রকাশ ঘটুক।'
আরও পড়ুন - Adnan Sami: কোন উপায়ে ওজন কমিয়েছেন? রহস্য নিজেই ফাঁস করলেন আদনান সামি
কৃতী শ্যাননের এই মন্তব্যের পরই নেট দুনিয়ায় ঝড় উঠেছে, তাহলে কি প্রভাসের সঙ্গে অফস্ক্রিন সম্পর্কও বেশ গাঢ় হয়েছে তাঁর? বেশ কিছু নেট নাগরিক নতুন সম্পর্কেরও কথা জানতে চেয়েছেন অভিনেত্রীর কাছে। যদিও এর কোনও প্রসঙ্গেই মুখ খোলেননি অভিনেত্রী।
বলি নায়িকা কৃতী শ্যাননকে চলতি বছর একাধিক ছবিতে দেখা যেতে চলেছে। 'আদিপুরুষ' ছাড়াও 'শেহজাদা', 'ভেড়িয়া', 'গণপত' এবং অনুরাগ কাশ্যপের একটি ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। কার্তিক আরিয়ান থেকে বরুণ ধবন কিংবা টাইগার শ্রফ, একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে দেখা যেতে চলেছে তাঁকে।