এক্সপ্লোর
কলকাতায় দুর্ঘটনা ঘটেনি, ভাল আছি, জানালেন অমিতাভ

মুম্বই: কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে দমদম বিমানবন্দরের কাছে তাঁর গাড়ি দুর্ঘটনায় পড়েনি বলে জানালেন অমিতাভ বচ্চন। তিনি ট্যুইট করে বলেছেন, ‘উদ্বিগ্ন শুভানুধ্যায়ী ও সংবাদমাধ্যম মারফত জানতে পেরেছি, কলকাতায় নাকি গাড়ি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি। কিন্তু সেটা ঠিক নয়। কোনও দুর্ঘটনা ঘটেনি। আমি ভাল আছি।’
T 2713 - I am informed by concerned well wishers and media, that I had a close escape from a car accident in Kolkata .. that is incorrect .. there has been no accident .. I am well .. pic.twitter.com/FLUnlRiIH6
— Amitabh Bachchan (@SrBachchan) November 16, 2017
গত শনিবার কলকাতায় আসেন অমিতাভ। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিন একটি ভ্রমণ সংস্থার দেওয়া গাড়িতে দমদম বিমানবন্দরে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের এক মন্ত্রী। সেই সময় গাড়ির একটি চাকা খুলে যায় বলে শোনা গিয়েছিল। তবে অমিতাভ আঘাত পাননি। আজ তিনি নিজেই সে কথা জানালেন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















