Tiger 3: 'পাঠান' ছবির প্রতিক্রিয়া মিলতেই নতুন করে লেখা হল 'টাইগার ৩'-এ সলমন-শাহরুখের দৃশ্য?
Tiger 3 Update: শোনা যাচ্ছে সলমন খানের 'টাইগার ৩'-এর শ্যুটিং এমনিতে শেষ হয়েই গিয়েছিল, কিন্তু দুই খানের একসঙ্গে দৃশ্যগুলির শ্যুট তাঁরা করেননি। সকলেই 'পাঠান' মুক্তির অপেক্ষায় ছিলেন।
মুম্বই: বক্স অফিসে (Box Office) অভাবনীয় ও দুর্দান্ত সাফল্য লাভ করেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan)। সবচেয়ে বড় হিন্দি ব্লকবাস্টার ও সর্বোচ্চ ব্যবসা করা ছবি হিসেবে উঠে আসছে 'পাঠান' ছবির নাম। সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) পরিচালিত এই ছবি 'যশ রাজ ফিল্মস'-এর (Yash Raj Films) স্পাই ইউনিভার্সের (Spy Universe) অন্তর্গত, যেখানে ইতিমধ্যেই রয়েছে 'টাইগার' (Tiger) ও 'ওয়ার' (War)। এটিকে 'ইউনিভার্স' হিসেবে গড়ে তোলার জন্য 'পাঠান'-এ হাজির হয়েছিলেন সলমন খানের টাইগার। এবার সেই বন্ধুত্বের রেশ চলবে 'টাইগার ৩'-এও (Tiger 3)।
নতুন করে তৈরি হল 'টাইগার ৩'-এর স্ক্রিপ্ট?
'পাঠান' ছবিতে শাহরুখ ও সলমনের একত্রে দৃশ্যগুলি ভূয়সী প্রশংসা পেয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে শাহরুখের সপ্তাহব্যাপী একটি শিডিউল রয়েছে যেখানে তিনি 'টাইগার ৩' ছবিতে তাঁর দৃশ্যগুলির শ্যুটিং করবেন। শোনা যাচ্ছে শাহরুখ খান ও সলমন খান ৭ দিন ধরে অ্যাকশন সিক্যোয়েন্সের শ্যুটিং সারবেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই ছবির বিভিন্ন সিন ও চিত্রনাট্যে বিপুল পরিমাণে বদল আনা হয়েছে 'পাঠান' মুক্তির পর। ছবিতে তাঁদের একসঙ্গে দৃশ্যের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেশ কিছু দৃশ্যও যোগ করা হয়েছে বলে খবর।
শোনা যাচ্ছে সলমন খানের 'টাইগার ৩'-এর শ্যুটিং এমনিতে শেষ হয়েই গিয়েছিল, কিন্তু দুই খানের একসঙ্গে দৃশ্যগুলির শ্যুট তাঁরা করেননি। সকলেই 'পাঠান' মুক্তির অপেক্ষায় ছিলেন। দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষাতেই ছিলেন নির্মাতারা।
তবে এই প্রথম যে দুই তারকা একে অপরের ছবিতে ক্যামিও করছেন তা নয়। 'করণ অর্জুন' ছবিতে একসঙ্গে তাঁরা অভিনয় করেন। ২০১৮ সালে শাহরুখ খানের 'জিরো' ছবিতে ক্যামিও করেছিলেন সলমন। অন্যদিকে ভাইজানের 'টিউবলাইট' ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন শাহরুখ। এগুলো হালকা প্রতিক্রিয়া পেলেও 'পাঠান' দর্শকদের মনে ঝড় তোলে। সম্ভবত সেই কারণেই এবার 'টাইগার ৩' দিয়ে বেশি সাবধানী নির্মাতারা।
আরও পড়ুন: Tunisha Sharma Suicide Case: জামিন পেলেন তুনিশা মৃত্যুকাণ্ডে গ্রেফতার শিজান খান
প্রসঙ্গত, এখন শাহরুখ খান ব্যস্ত তাঁর আগামী ছবি 'জওয়ান' নিয়েও। দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় এই ছবিতে দেখা যাবে নয়নতারা ও বিজয় সেতুপতিকেও। চলতি বছরের ২ জুন মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে সলমন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'র। এই বছরের ইদে মুক্তি পেতে চলেছে ছবি।