Bollywood News: 'হিরোপন্থি ২'-র নতুন পোস্টারে নজর কাড়ছেন 'বালু' টাইগার শ্রফ
Bollywood News: ছবির নির্মাতারা ঘোষণা করেছেন বৃহস্পতিবার মুক্তি পাবে ছবির ট্রেলার। রজত অরোরার লেখা এবং এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় এই ছবির তৈরি করেছেন আহমেদ খান।
![Bollywood News: 'হিরোপন্থি ২'-র নতুন পোস্টারে নজর কাড়ছেন 'বালু' টাইগার শ্রফ Tiger Shroff to star as Babloo, Tara Sutaria as Inaaya in Heropanti 2, know details Bollywood News: 'হিরোপন্থি ২'-র নতুন পোস্টারে নজর কাড়ছেন 'বালু' টাইগার শ্রফ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/16/b523262ebea39bb5c569b2ed658739a7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অ্যাকশন ছবির (Action movie) কথা হলেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার (producer Sajid Nadiadwala) নাম সকলের প্রথমেই মাথায় আসে। একাধিক ভিন্ন ধারার অ্যাকশন ছবি প্রযোজনা করেছেন তিনি। এবার আসছে 'হিরোপন্থি ২' (Heropanti 2)। প্রথম ছবি 'হিরোপন্থি'র থেকেও বেশি অ্য়াকশন ও ধামাকা অপেক্ষা করছে দর্শকদের জন্য।
বালু চরিত্রে এই ছবিতে অভিনয় করবেন টাইগার শ্রফ (Tiger Shroff)। এদিন ছবির নতুন পোস্টার শেয়ার করেন অভিনেতা। এই ছবিতে যে জমজমাট অ্যাকশন থাকতে চলেছে তা বেশ স্পষ্ট। অজস্র বন্দুকের মুখে ঠান্ডা দৃষ্টি স্থির সামনে। নতুন অবতারে নজর কেড়েছেন টাইগার।
স্যুট প্যান্টে, হাতে রাইফেল নিয়ে টাইগার শ্রফের নতুন লুক বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তারা সুতারিয়াকে (Tara Sutaria)। সঙ্গে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
ছবিতে বালু চরিত্রে টাইগার শ্রফ, ইনায়ার চরিত্রে তারা এবং খলনায়ক লায়লার চরিত্রে অভিনেতা নওয়াজউদ্দিনকে দেখতে চলেছেন দর্শক।
ছবির নির্মাতারা ঘোষণা করেছেন বৃহস্পতিবার মুক্তি পাবে ছবির ট্রেলার। রজত অরোরার লেখা এবং এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় এই ছবির তৈরি করেছেন আহমেদ খান। ২০২২ সালের ২৯ এপ্রিল, ইদের ছুটিতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
আরও পড়ুন: Ranbir Kapoor Update: বাবা ঋষি কপূরের শেষ ছবি 'শর্মাজি নমকিন' নিয়ে আবেগঘন রণবীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)