Rittika Sen: জন্মদিন উদযাপনের বিশেষ ভিডিও পোস্ট দেবের নায়িকা ঋত্বিকার, ভালোবাসায় ভরালেন নেটিজেনরা
Rittika Sen Birthday Video: এদিন নেট দুনিয়ায় জন্মদিন উদযাপনের একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যা দেখে আপ্লুত নেটিজেনরা।
![Rittika Sen: জন্মদিন উদযাপনের বিশেষ ভিডিও পোস্ট দেবের নায়িকা ঋত্বিকার, ভালোবাসায় ভরালেন নেটিজেনরা tollywood actress rittika sen shares her birthday celebration video, know in details Rittika Sen: জন্মদিন উদযাপনের বিশেষ ভিডিও পোস্ট দেবের নায়িকা ঋত্বিকার, ভালোবাসায় ভরালেন নেটিজেনরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/09/e649f7373885b15997b4f7ed1722a79f1670564554916214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সদ্যই জন্মদিন গিয়েছে টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেনের (Rittika Sen)। শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে কেরিয়ার শুরু করেছিলেন। পরবর্তীকালে পা রাখেন বড় পর্দায়। বেশ কয়েকটি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন। টলিউডের প্রথম সারির নায়কদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। জিতের (Jeet) ছবি 'হান্ড্রেড পারসেন্ট লভ'-এ তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়। পরবর্তীকালে জুটি বাঁধেন দেবের (Dev) সঙ্গেও। এদিন নেট দুনিয়ায় জন্মদিন উদযাপনের একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যা দেখে আপ্লুত নেটিজেনরা।
ঋত্বিকা সেনের জন্মদিনের ভিডিও-
এদিন ঋত্বিকা সেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিনের কেক কাটছেন অভিনেত্রী। বাবা, মা এবং আদরের পোষ্যর সঙ্গে কেক কাটতে ব্যস্ত নায়িকা। ভিডিও পোস্ট করে ঋত্বিকা লিখেছেন, 'জন্মদিন চলে গিয়েছে। কিন্তু স্মৃতি চিরকাল থেকে যায়। সেরা বাবা-মা।' ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কেটে আগেই আদরের পোষ্যকে খাইয়ে দিচ্ছেন ঋত্বিকা। তারপর একে একে মা ও বাবাকে কেক খাওয়াচ্ছেন। ঋত্বিকার জন্মদিন উদযাপনের ভিডিওতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
">
">
">
আরও পড়ুন - Honey Singh: প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন ইয়ো ইয়ো হানি সিংহ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)