Top Entertainment News Today: শারীরিক অবস্থার উন্নতি ঐন্দ্রিলার, 'হত্যাপুরী'-র প্রথম ঝলক, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: বাগদান সারলেন আমির খানের কন্যা ইরা খান। আগামী বছর কলকাতা কনসার্টেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে বাংলা গান। এই ছবির জন্য তো দীর্ঘ অপেক্ষা ছিলই। শীতেই বড়পর্দায় ফেলুদা আসছে.. সেই ঘোষণাও হয়েছিল আগেই। আজ মুক্তি পেল সন্দীপ রায় (Sandip Roy) পরিচালিত, ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta), অভিজিৎ গুহ (Abhijit Guha), আয়ুষ দাস (Ayush Das), আয়ুষ দাস (Ayush Das), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শুভশীষ মুখোপাধ্যায় (Subhasish Mukherjee) অভিনীত হত্যাপুরী (Hatyapuri)-র টিজার। ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার উন্নতি, দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
শারীরিক অবস্থার উন্নতি ঐন্দ্রিলার
সংকটজন.. অতি সংকটজনক.. একপ্রকার যেন জবাবই দিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। সোশ্যাল মিডিয়ায় গুজব.. হাসপাতালের সামনে নাকি ভিড় জমে গিয়েছিল মানুষের। সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) চেয়েছিলেন মিরাকেল হল, ম্যাজিক হোক! সেই ম্যাজিকই যেন মৃত্যুর দোরগোড়া থেকে আবার ফিরিয়ে আনল ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma)। ভাল আছেন অভিনেত্রী। সব্যসাচীর কথায়, একপ্রকার ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি।
ঐন্দ্রিলার পাশে অরিজিৎ
সোশ্যাল মিডিয়ায় সন্ধে থেকেই খবর ছড়িয়ে পড়েছিল, ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma)-র পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singha)। আর শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর শীলমোহর দিলেন সব্যসাচী স্বয়ং। তবে আর্থিক নয়, সব্যসাচী জানান, তাঁকে আশার আলো দেখিয়েছেন অরিজিৎ সিংহ, তথ্য দিয়েছেন, নিয়মিত তাঁর সঙ্গে আলোচনাও করেন চিকিৎসা নিয়ে। অরিজিৎ যেন সবসময়েই আলাদা, ব্যতিক্রমী। যখন সব্যসাচী আর ঐন্দ্রিলার পরিবারের সবাই দাঁতে দাঁত চেপে এক অসম লড়াই চালিয়ে গিয়েছিলেন, যখন সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছিল ঐন্দ্রিলার ভুয়ো মৃত্যুর খবরে, সেইসময়ে ঐন্দ্রিলার পরিবারের, সব্যসচীর পাশে দাঁড়িয়েছিলেন অরিজিৎ সিংহ স্বয়ং। সব্যসাচী লিখছেন, 'গত দুদিনের এত নেগেটিভিটির মাঝে একটা মাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়, যার সাথে সারাদিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি, তিনি অরিজিৎ সিং।'
অরিজিৎ-এর কনসার্টে বাংলা গান
কলকাতায় আসছেন অরিজিৎ সিংহ। সুরে, ছন্দে, তালে, ভালবাসায় বাঁধবেন তিলোত্তমাবাসীকে। এই খবর ছড়িয়ে পড়তেই কার্যত উন্মাদনা তৈরি হয়েছিল অনুরাগীদের মধ্যে। ইতিমধ্যেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। কনসার্টের বেশ কিছুটা সময় বাকি থাকলেও, উত্তেজনায় ফুটছেন কলকাতাবাসী। দীর্ঘদিন পরে কলকাতায় অরিজিৎ, তাঁকে নিয়ে উন্মাদনা তো স্বাভাবিক। কিন্তু বাংলার ছেলে? যে জায়গার সঙ্গে তাঁর নাড়ির টান, সেখানকার বাসিন্দাদের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন তিনি? জনপ্রিয় গায়কের প্রস্তুতির খোঁজ নিতে অরিজিৎ শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। অরিজিৎ সিংহের সহকারীর তরফ থেকে জানানো হয়েছে, অরিজিতের কলকাতা কনসার্ট মানেই বাংলা গান। আগামী বছর কলকাতা কনসার্টেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে সেটাই। অরিজিৎতের কাছে নাকি কলকাতায় গান গাওয়া নিজের বাড়িতে গান গাওয়ার মতোই। আরামের। আর তাই, কলকাতা কনসার্টের গানের তালিকায় বেশিরভাগই বাংলা গান রাখবেন অরিজিৎ। কর্মক্ষেত্রে বেশিরভাগ সময় মুম্বইতে কাটাতে হলেও বাঙালির কাছে গিয়ে বাংলা বলার যে আনন্দ, তা সবসময়েই উপভোগ করতে চান অরিজিৎ।
বাগদান সারলেন আমির কন্যা ইরা খান
বাগদান সারলেন বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান। দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখারের সঙ্গে বাগদান সম্পন্ন হল তাঁর। এদিন মুম্বইয়ে ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সারলেন তাঁরা। নেট দুনিয়ায় ছবি পোস্ট হতেই শুভেচ্ছার বন্যা বইছে। আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তর কন্যা ইরা। কন্যার বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির এবং রিনা দুজনেই।
'হত্যাপুরী'-র টিজার প্রকাশ্যে
এই ছবির জন্য তো দীর্ঘ অপেক্ষা ছিলই। শীতেই বড়পর্দায় ফেলুদা আসছে.. সেই ঘোষণাও হয়েছিল আগেই। আজ মুক্তি পেল সন্দীপ রায় (Sandip Roy) পরিচালিত, ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta), অভিজিৎ গুহ (Abhijit Guha), আয়ুষ দাস (Ayush Das), আয়ুষ দাস (Ayush Das), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), শুভশীষ মুখোপাধ্যায় (Subhasish Mukherjee) অভিনীত হত্যাপুরী (Hatyapuri)-র টিজার। টিজারে গল্পের বিশেষ দৃশ্যপট দেখা না গেলেও, কেবল দেখা গেল একটি বাড়ি। সত্যজিৎ রায়ের লেখায় যে বাড়িকে লালমোহনবাবু 'হত্যাপুরী' বলে উল্লেখ করেছিলেন, সেই বাড়িরই একটি ঝলকের দেখা মিলল পর্দায়। আর কেবল দেখা গেল ফেলুদা, তোপসে আর লালমোহনবাবুকে। ফেলুদা হিসেবে ঝরঝরে বাংলায় ইন্দ্রনীলের গলায় সংলাপ শোনা গেল। লালমোহন হিসেবে স্বভাবচিত ভীত দৃষ্টিতেই পাওয়া গেল অভিজিৎ গুহকে।