সাত পাকে বাঁধা রাহুল-আথিয়া, বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে মুম্বইতে সৌরভ, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
মুম্বই: আজ সিনেদুনিয়া আর ক্রিকেট দুনিয়ার খবর মিলে মিশে একাকার। আর গোটা দিন বিনোদন জগতে নজর কেড়েছে যে দুই খবর, দুটিই ক্রীড়াদুনিয়ার। আজ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি। অন্যদিকে নিজের বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে লন্ডনে পাড়ি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জেনে নিন বিস্তারিত
সাত পাকে বাঁধা রাহুল-আথিয়া
পড়ন্ত আলোয় প্রেমের প্রতিশ্রুতি। সোমবার, সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল (K L Rahul) ও অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন কনে আথিয়া শেট্টি। হালকা পিচ রঙের লেহঙ্গা পড়েছিলেন আথিয়া। অন্যদিকে অফ হোয়াইট শেরওয়ানিতে সেজেছিলেন ভারতীয় দলের ব্যাটার রাহুল। সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ট্যাগ করে ছবি শেয়ার করে নিয়েছেন আথিয়া। পড়ন্ত আলো মেখে প্রেমের পরিণতি পেল তাঁদের প্রেম। আথিয়া লিখছেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।'
আইপিএল শেষ হলে রাহুল-আথিয়ার রিসেপশন
বিয়ের কথা প্রথম প্রকাশ্যে বলেছিলেন তিনিই। আর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে সাংবাদিকদের সুখবর দিয়ে মিষ্টিমুখ করালেন তিনিই। সুনীল শেট্টি (Suniel Shetty)। আজ তাঁর মেয়ে আথিয়া শেট্টি (Athiya Shetty) সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ব্যাটার কে এল রাহুল (K L Rahul)-এর সঙ্গে। বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরে সাংবাদিকদের নিজেই এসে সুখবর দেন সুনীল। সঙ্গে ছিলেন ছেলে অহন শেট্টি। তবে শুধু হাতে নয়, সাংবাদিক ও আলোতচিত্রীদের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলেন তাঁরা। সবার প্রশ্নের উত্তরে সুনীল জানান, খুব ছোট করে অনুষ্ঠান হয়েছে আজ। ঘনিষ্ঠ বৃত্তের কিছু মানুষকে নিয়ে। এরপর সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়, রিসেনপশন কবে আয়োজন করা হবে? উত্তরে সুনীল জানান, সম্ভবত আইপিএল -এর পরে। এখানেই শেষ নয়, এক সাংবাদিক সুনীলকে প্রশ্ন করেন, নতুন ভূমিকা, শ্বশুরমশাই হলেন সুনীল। উত্তরে অভিনেতা বলেন, 'শ্বশুরমশাই নয়, বলতে পারেন আরও একজনের বাবা হলাম। আমার ঘরে আর একজন ছেলে এল। আর বাবার ভূমিকায় ভালই পালন করি আমি।'
রাহুল-আথিয়াকে শুভেচ্ছাবার্তা ক্রিকেটমহলের
জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য তারকারা। কে এল রাহুল (K L Rahul)-কে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh), ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল (Rajeev Shukla) এবং জাতীয় দলের প্রাক্তন পেসার মুনাফ পটেল (Munaf Patel)। সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ট্যাগ করে ছবি শেয়ার করে নিয়েছেন আথিয়া। পড়ন্ত আলো মেখে প্রেমের পরিণতি পেল তাঁদের প্রেম। আথিয়া লিখছেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।' সোশ্যাল মিডিয়ায় রাহুল ও আথিয়াকে শুভেচ্ছা জানিয়ে হরভজন সিংহ লিখেছেন, 'রাহুল ও আথিয়াকে বিবাহের অনেক শুভেচ্ছা। তোমাদের শুভকামনা কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি শুরু করতে চলেছো তোমরা। ঐশ্বর তোমাদের ভালবাসা, আশীর্বাদ আর একটা সুখী জীবন দিক।' রাজীব শুক্ল ট্যুইটারে লিখেছেন, 'জীবনের সবচেয়ে সুন্দর আর গুরুত্বপূর্ণ ইনিংসটি শুরু করার জন্য রাহুল আর আথিয়াকে আমার তরফ থেকে শুভেচ্ছা। ভগবান তোমাদের সর্বদা আশীর্বাদ করুন'
বায়োপিকের চিত্রনাট্য চূড়ান্ত করতে মুম্বইতে সৌরভ
তিনি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট দলের 'টিম ইন্ডিয়া' (Team India) হয়ে ওঠা। গোটা দলকে তিনি শুধু এক সূত্রে বাঁধেননি, বিদেশের মাটিতেও যে সিরিজ জয় সম্ভব, এবং সেটা নিয়মিতভাবে, সেই বিশ্বাসের জন্ম দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার পর্দায় নিজের জীবনী ফুটিয়ে তোলার ব্যাপারে আরও একটা বড় পদক্ষেপ করতে চলেছেন কিংবদন্তি অধিনায়ক। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) মতো সৌরভেরও যে বায়োপিক (Biopic) হচ্ছে, সমর্থকেরা তা জানেন। সেই বায়োপিক তৈরির পথে যেটা সবচেয়ে বড় কাজ ছিল নির্মাতাদের, সেই চিত্রনাট্য প্রায় প্রস্তুত। যাঁর জীবন নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, এখন শুধু তাঁকে শোনানো বাকি। আর স্ক্রিপ্ট শুনে তা চূড়ান্ত করতে ২৩ জানুয়ারি, সোমবার রাতে মুম্বই (Mumbai) উড়ে যাচ্ছেন সৌরভ। ২৪ জানুয়ারি, মঙ্গলবার পুরো দিনটাই তিনি বরাদ্দ রাখছেন চিত্রনাট্য শোনার জন্য। বুধবার রাতে তিনি কলকাতায় ফিরবেন। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল দীক্ষামঞ্জরীতে প্রত্যেক বছর জাঁকজমকের সঙ্গে সরস্বতীর আরাধনা হয়। বৃহস্পতিবার সরস্বতী পুজো। তার আগেই চিত্রনাট্যের কাজ সেরে কলকাতায় ফিরে আসবেন মহারাজ।
প্রকাশ্যে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির টিজার
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিশেষ ঘোষণা করলেন 'ভাইজান' (Bhaijaan) সলমন খান (Salman Khan)। ঘোষণা করলেন 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবির টিজার (teaser) মুক্তির তারিখ। কবে কোথায় দেখা যাবে ছবির টিজার? সলমন খানের আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর টিজার মুক্তি পাবে ২৫ জানুয়ারি। অনুরাগীদের জন্য এই টিজার অভিনেতা নিয়ে আসবেন বড়পর্দায়। এরপর সেই প্রোমো দেখতে পাওয়া যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এদিন নিজের একটি ছবি পোস্ট করে সলমন লেখেন, 'কিসি কা ভাই কিসি কি জান টিজার এবার দেখুন বড়পর্দায় ২৫ জানুয়ারি'। অর্থাৎ এই ছবির টিজার দেখতে পাওয়া যাবে শাহরুখ খানের 'পাঠান' (Pathaan) ছবি চলাকালীন। শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবিকেই নিজের আগামী ছবির টিজার লঞ্চের জন্য বেছে নিয়েছেন ভাইজান। 'পাঠান' ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে।
'তু ঝুঠি ম্যায় মক্কার' -এর ট্রেলার
রণবীর কপূরের (Ranbir Kapoor) নতুন ছবি ট্রেলার ভাগ করে নিলেন স্ত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) -এর নতুন ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার' (Tu Jhoothi Main Makkaar)-এর ট্রেলার প্রকাশ্যে এল আজই। লভ রঞ্জনের নতুন ছবিতে দীর্ঘদিন পরে দেখা যাবে শ্রদ্ধা কপূরকে। লভ রঞ্জনের সিনেমার নাম চিরকালই অন্য ধরনের হয়। সেই ধারা বজায় রইল তাঁর আগামী ছবির ক্ষেত্রেও। প্রীতমের সঙ্গীত পরিচালনায় ও অমিতাভ ভট্টাচার্যের লিরিক্সে এই নতুন জুটির মজার রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকদের। আজ এই ছবির ট্রেলার শেয়ার করে নিয়ে আলিয়া লিখেছেন, 'আমার পছন্দের ট্রেলারগুলির মধ্যে অন্যতম। 'তু ঝুঠি ম্যায় মক্কার' মুক্তি পাচ্ছে ৮ মার্চ। ট্রেলার জুড়ে ফুটে উঠেছে রণবীর আর শ্রদ্ধার অম্লমধুর রসায়ন। এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে।
'পাঠান'-এর হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ শুরু?
মাঝে মাত্র ১ দিন। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। গোটা দেশের সিনেপ্রেমীদের নজর এখন সেইদিকেই। প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরছেন বাদশাহ। দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির লোকজন থেকে ট্রেড এক্সপার্ট (trade expert), সকলেই এই ছবির অপেক্ষায়। বলিউডের (Bollywood) ভরাডুবি থেকে বাঁচাতে ও বছরের শুরুতেই বক্স অফিসে লক্ষ্মীলাভ হওয়ার ক্ষেত্রে এই ছবির অবদান গুরুত্বপূর্ণ হতে চলেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি বাকি বছরটার গতি স্থির করে দেবে। সব মিলিয়ে 'পাঠান'-এর ওপর চাপ বাড়ছে রীতিমতো। গত শুক্রবার, ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে 'পাঠান'-এর অ্যাডভান্স বুকিং। আর দিনের প্রথম ভাগেই ৫ লক্ষের বেশি টিকিট বুকিং হয়েছে। দেশের প্রথম সারির তিন মাল্টিপ্লেক্স, 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এ প্রায় ২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ছবি মুক্তির যে দিন দুই বাকি, তাতে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা যায়। ছবির এই বিপুল পরিমাণ টিকিট অগ্রিম বুকিং প্রসঙ্গে তরণ আদর্শ বলেন, 'এর থেকেই প্রমাণ হয় যে দর্শক বড় মনোরঞ্জক ছবি বড়পর্দাতেই দেখতে চান।'