Top Social Post: হাসপাতালে ভর্তি পরীমণি, সৃজিতকে কী বার্তা 'সিঙ্ঘম'-র ? নজরে আজকের 'সোশ্যালে সেরা'
Top Social Post Update: একঝলকে দেখে নিন সোশ্যালের সেরা পোস্টগুলি।
কলকাতা: ফের হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। সঙ্গে রয়েছে ছেলে। কী হল হঠাৎ নায়িকার ? সৃজিতের 'দশম অবতার'কে শুভেচ্ছা অজয় দেবগনের। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? একঝলকে দেখে নিন সোশ্যালের সেরা পোস্টগুলি।
অক্টোবরে শরৎ-র ছোঁয়াতেও নেই শান্তি। আবহাওয়া যখন একটু একটু করে বদলাচ্ছে, ঠিক তখনই ছেলেকে নিয়ে কঠিন সময় কাটাচ্ছেন বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরীমণি (Pori Moni)। বিরহ-তে যতই 'রহ' কথাটা থাক, বিচ্ছেদে সেই সুযোগটুকুও নেই। স্বামীকে ডিভোর্সের নোটিস পাঠিয়ে শান্তির খোঁজেই ছিলেন অভিনেত্রী। কিন্তু কোথায় কী ? ফের কালো মেঘের আড়ালে গেল সূর্য। ফের হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। সঙ্গে রয়েছে ছেলে। কী হল হঠাৎ নায়িকার ?
ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন তিনি। চ্যানেল করা হাত দিয়ে আদর একরত্তিকে। আর সঙ্গে খানিকটা হতাশ হয়েই লেখা, 'আমার জীবনের শান্তি ! I am blessed to have bajaan !.. এবং শেষটায় লেখা,' হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল , দোয়া করবেন।' প্রসঙ্গত, একুশের অক্টোবরে বিয়ে করেছিলেন পরীমণি। যদিও সেসময় অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। বাইশের অগাস্টে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী-সন্তান সহ ভালই কাটছিল দিন। কিন্তু আচমকাই ছন্দপতন।
পুজোর আমেজ ঘিরে এমনিতেই শহরজুড়ে উষ্ণতা। কলকাতার একাধিক পুজো প্যান্ডেলগুলির ফিতে কেটে উদ্ধোধন চলছে। আর ভরা পুজোর আমেজে শান দিতে সিনেমা না হলে জমে ? আর সেই রসনা তৃপ্তি করতেই পুজোতে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'দশম অবতার।' স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে। এবার সেই উত্তেজনাই আরও একধাপ উসকে দিলেন বলিউডের সুপার স্টার অজয় দেবগন। প্রসেনজিৎ-সৃজিত-যিশু-জয়াকে ট্যাগ করে, 'দশম অবতার' এর জন্য আগাম শুভেচ্ছা জানালেন অজয় দেবগন ( Ajay Devgn)। তবে ট্যুইটের শুরুতেই তিনি লিখেছেন, 'শুভ মহালয়া।'
Shubho Mahalaya! 🙏🏻
— Ajay Devgn (@ajaydevgn) October 14, 2023
Presenting #DawshomAwbotaar, the original Bengali Cop Universe!
Best wishes from #Singham to #Probir.
In cinemas 19th October.https://t.co/s4Wekb6VBx@prosenjitbumba @AnirbanSpeaketh @srijitspeaketh @Jisshusengupta @JayaAhsan2@jiostudios @SVFsocial pic.twitter.com/3hjkTWKdqN
মূলত 'দশম অবতার' ছবিটি, '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়েল এটি। ভগবান বিষ্ণুর ১০টি অবতার, অর্থাৎ ভগবান রাম (তীর-ধনুক), মৎস, নরসিংহ, পরশুরাম, ভগবান বুদ্ধ ও অন্যান্য অবতারগুলি। ভাঙাচোরা কঙ্কালসার বাড়ি, নোনা ধরা ইটের মাঝে গজিয়ে ওঠা গাছ, যেখানে টানা হয়েছিল '২২শে শ্রাবণ' ছবির প্রবীর রায়চৌধুরীর যবনিকা, সেখান থেকেই নতুন গল্পের ঘোষণা করেছেন সৃজিত। সৃজিত বলেছিলেন, 'যেখানে বাইশে শ্রাবণ শেষ হয়েছিল, সেখান থেকেই নতুন ছবির শুরু। এই ছবিতে প্রবীর রায়চৌধুরী আর ডিসিডিডি পোদ্দার হাতে হাত মিলিয়ে কেস সলভ করবে।'