Top Social Post: দর্শকাসনে নজর কাড়লেন 'বিনয়ী' শাহরুখ, অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায় আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
Top Social Post Today: সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
কলকাতা: আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে বিশ্বকাপ ফাইনাল (ODI World Cup 2023)। ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs Aus) ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকাসনে একাধিক তাবড় তারকা। হাজির বলিউডের বাদশাহও। এসেছেন সপরিবারে। গ্যালারিতে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan), গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান। একাধিক ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল। এসবের মধ্যেই অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নজর কেড়েছে কিং খান অনুরাগীদের। তাঁদের মতে যা আরও একবার প্রমাণ করে শাহরুখের মতো বিনয়ী, নম্র অভিনেতা কমই আছেন। তিনি ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ (Serial Actress)। সাধারণত মা-জেঠিমাদের চরিত্রে তাঁকে বেশি দেখা যায়। কখনও ইতিবাচক তো কখনও নেতিবাচক চরিত্র। তাঁর অভিনয় দক্ষতায় মজেন আট থেকে আশি। তিনি বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় ও পরিচিত অভিনেত্রী। তাঁর নাম নন্দিনী চট্টোপাধ্যায় (Nondini Chatterjee)। তবে সম্প্রতি তাঁর পোস্ট করা ছবি রীতিমতো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media Post)। কী এমন ছবি পোস্ট করলেন তিনি? কেন হতবাক নেট দুনিয়া? সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি
বিশ্বকাপের ফাইনালে গ্যালারিতে আশা ভোঁসলেকে সাহায্য শাহরুখের, ফের প্রমাণ করলেন তিনিই 'সবচেয়ে বিনয়ী' তারকা!
আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে বিশ্বকাপ ফাইনাল (ODI World Cup 2023)। ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs Aus) ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকাসনে একাধিক তাবড় তারকা। হাজির বলিউডের বাদশাহও। এসেছেন সপরিবারে। গ্যালারিতে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan), গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান। একাধিক ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল। এসবের মধ্যেই অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নজর কেড়েছে কিং খান অনুরাগীদের। তাঁদের মতে যা আরও একবার প্রমাণ করে শাহরুখের মতো বিনয়ী, নম্র অভিনেতা কমই আছেন। ম্যাচ দেখতে দর্শকাসনে চাঁদের হাট। সেখানেই দেখা যায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) পাশে বসে রয়েছেন শাহরুখ খান। খেলার মাঝে তাঁদের মধ্যে কথোপকথনও চলে। তারপরেই দেখা যায় আশাজির হাতে ধরা চায়ের কাপ। তা বুঝতে পেরেই সাহায্যের হাত বাড়ান শাহরুখ। খুব স্বাভাবিক ভঙ্গিতে শাহরুখ নিজে সেই কাপ তাঁর হাত থেকে নিয়ে বেরিয়ে যান যথাস্থানে রাখতে। সেই সময় সিঁড়ির পাশে দাঁড়ানো এক কর্মী কিং খানের হাত থেকে কাপ-প্লেট নিয়ে চলে যান। কিং খানের অনুরাগীরা ও ফ্যান ক্লাব অত্যন্ত আপ্লুত শাহরুখ খানের এই কাজ দেখে।
This is Why He is The Most Humble Superstar Ever ❤️
— POSITIVE FAN (@imashishsrk) November 19, 2023
Look Shah Rukh Khan Giving Respect to Asha Bhosale Ji ❤️
Ek hi to Dil hai SRK , Kitani Baar Jitoge ❤️ pic.twitter.com/5bD8WB7GHx
শাড়ির বদলে পরনে মনোকিনি! অচেনা লুকে নন্দিনী চট্টোপাধ্যায়
তিনি ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ (Serial Actress)। সাধারণত মা-জেঠিমাদের চরিত্রে তাঁকে বেশি দেখা যায়। কখনও ইতিবাচক তো কখনও নেতিবাচক চরিত্র। তাঁর অভিনয় দক্ষতায় মজেন আট থেকে আশি। তিনি বাঙালি দর্শকের অত্যন্ত প্রিয় ও পরিচিত অভিনেত্রী। তাঁর নাম নন্দিনী চট্টোপাধ্যায় (Nondini Chatterjee)। তবে সম্প্রতি তাঁর পোস্ট করা ছবি রীতিমতো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media Post)। কী এমন ছবি পোস্ট করলেন তিনি? কেন হতবাক নেট দুনিয়া? দিন দুই আগে সোশ্যাল মিডিয়ায় মনোকিনি পরে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। আর তাতেই চোখ কপালে নেটিজেনদের। তাঁরা অবশ্য প্রশংসাই করছেন অভিনেত্রীর রূপের। পরিপাটি করে শাড়ি, মাথায় খোঁপা, সিঁথিতে চওড়া সিঁদুর, গা ভর্তি গয়না, সাধারণত পর্দায় তাঁকে এই সাজেই দেখে অভ্যস্ত বাঙালি দর্শক। তাঁকেই হঠাৎ বোল্ড লুকে দেখে হতবাক সকলে। কালো মনোকিনিতে ছবি দেখে মনে হতেই পারে তিনি বয়সকে যেন অজানা জাদুবলে আটকে রেখেছেন। দেখে বোঝার উপায় নেই পর্দায় এই মানুষই কারও কারও শাশুড়ির চরিত্রে অভিনয় করেন।
View this post on Instagram