Trina Saha: শুরুর ২ মাসের মধ্যেই বন্ধ হচ্ছে ধারাবাহিক 'বালিঝড়'? তৃণার পোস্ট উস্কে দিল জল্পনা
Serial Balijhor: 'সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।’
কলকাতা: নতুন ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা হওয়ার পরে জল্পনা চলছিলই। আর এবার কি সেই জল্পনাই আরও উস্কে দিল অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)-র সোশ্যাল মিডিয়া পোস্ট? মাত্র ২ মাসেই কি বন্ধের মুখে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'বালিঝড়' (Balijhor)? পাকাপাকিভাবে কিছু না জানানো হলেও তৃণার আজকের পোস্ট যেন সেই ইঙ্গিতই করছে।
আজ ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্যান পেজ থেকে নেওয়া দুটি পোস্ট শেয়ার করে নিয়েছেন তৃণা। তার একটিতে লেখা, ‘ঝোরা-মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া, মায়ায় জড়িয়ে পড়া, দু’জনের রসায়ন তৈরি হওয়া! শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতে পা— সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।’ অপর একটি পোস্টে রয়েছে কৌশিক রায় ও তৃণার বিয়ের ছবি। সেখানে লেখা, 'তোমাদের ছেড়ে থাকব কি করে'। যদিও এই পোস্ট শেয়ার করে নেওয়া ছাড়া ধারাবাহিক নিয়ে আর কোনও মন্তব্য করেননি তৃণা।
প্রসঙ্গত, সদ্য প্রকাশ্যে এসেছে 'রামপ্রসাদ' (Ramproshad)-এর সম্প্রচারের সময় ও তারিখ। আগামী ১৭ এপ্রিল থেকে সন্ধে ৬টায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি। 'সংসারে থেকেও মা কালী'র আরাধনা যে সম্ভব, তাঁকে ছাড়া যে সংসার ধর্মও করা সম্ভব নয়, সেই বার্তাই পৌঁছে দেবে এই ধারাবাহিক। এদিন সোশ্যাল মিডিয়ায় প্রোমোর কমেন্টে সব্যসাচীকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। কেউ লেখেন, 'আপনাকে ফের দেখে খুবই আনন্দ হচ্ছে', কারও কথায় 'অনেকদিন পরে সব্যসাচীতে দেখে ভাল লাগল'। মা কালীর ভূমিকায় দেখা যাবে পায়েল দে-কে। প্রোমোর শুরুতেই দেখা যায় রামপ্রসাদের বাসর রাতে তাঁকে গান গাইতে অনুরোধ করছেন কনের বাড়ির লোকজন। রামপ্রসাদ মা কালীর গান ধরতেই হাসি-ঠাট্টা শুরু। বাসর রাতেও মায়ের গান শুনে সকলেই হাসতে শুরু করে। রামপ্রসাদ রাগ করে বাসর ছেড়ে উঠে যেতেই তাঁর সঙ্গে মায়ের দেখা। মা কালীর নির্দেশেই ফের তিনি ধরেন মায়ের গান। 'ডুব' দেন মায়ের গানে, মায়ের আরাধনায়। সংসার করতেও মা কালীর আরাধনা প্রয়োজন, সেই বার্তাই জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেবে এই ধারাবাহিক।
আরও পড়ুন: Salman Khan: চেনা অ্যাকশন, সঙ্গে প্রেমের গল্প, সলমনের নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে
'রামপ্রসাদ' হয়েই দীর্ঘদিন পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তাঁর বিপরীতে অভিনেত্রী সুস্মিলি আচার্য (Sushmili Acharya)-কে। আর এই ধারাবাহিকের প্রোমো ও সময় প্রকাশ্যে আসতেই দর্শকেরা প্রশ্ন তুলেছেন 'বালিঝড়' ধারাবাহিকটি নিয়ে। বর্তমানে সন্ধে ৬টার স্লটে দেখা যাচ্ছে 'বালিঝড়'। শোনা গিয়েছিল 'রামপ্রসাদ' শুরু হলে এগিয়ে আনা হবে 'বালিঝড়'-এর টাইম স্লট। শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিক 'গুড্ডি'-ও। সেই টাইম স্লট দেওয়া যেতে পারে 'বালিঝড়'-কে। তবে এখনও পর্যন্ত চ্যানেলের তরফ থেকে পাকাপাকিভাবে কিছু বলা হয়নি। ধারাবাহিক শেষ হয়ে যাওয়া নিয়ে কোনও পাকাপাকি খবর না পাওয়া গেলেও তৃণার পোস্ট বলছে অন্য কথা।