Salman Khan: চেনা অ্যাকশন, সঙ্গে প্রেমের গল্প, সলমনের নতুন ছবির ট্রেলার প্রকাশ্যে
Actor Salman Khan: আজ মুক্তি পাওয়া ট্রেলারে যেন দেখা মিলল পূজার সঙ্গে সলমনের প্রেম, খুনসুটির ঝলক, তেমনই দেখা গেল টান টান অ্যাকশন সিকোয়ন্সও
কলকাতা: সলমন খান (Salman Khan) মানেই যেন ভরপুর অ্যাকশন আর প্রেমের গল্পের কমার্শিয়াল ছবি। সেই প্রত্যাশাই পূরণ করল তাঁর নতুন ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর (Kisi Ka Bhaai Kisi Ki Jaan) -এর ট্রেলার। এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী পূজা হেগড়ে (Puja Hegde)।
আজ মুক্তি পাওয়া ট্রেলারে যেন দেখা মিলল পূজার সঙ্গে সলমনের প্রেম, খুনসুটির ঝলক, তেমনই দেখা গেল টান টান অ্যাকশন সিকোয়ন্সও। আর সেখানে চেনা ছন্দে ধরা দিলেন বলিউডের 'ভাইজান' (Bhaijaan)। এই ছবির পোস্টারে আগেই নজর কেড়েছিল সলমনের নতুন হেয়ারস্টাইল। তাঁর কাঁধ ছাপানো চুল এক নতুন লুক দিয়েছিল অভিনেতাকে। ট্রেলারে নজর কেড়েছেন পূজাও। ঈদে মুক্তি পাবে সলমনের এই ছবি।
শুধু অভিনয় নয়, বেশ অনেক বছর পরে এই ছবিতে শোনা যাবে সলমনের কন্ঠও। ছবির গান 'জি রহে থে হম' গানে কণ্ঠ শোনা যাবে খোদ সলমনেরই। ইতিমধ্যেই অবশ্য মুক্তি পেয়ে গিয়েছে গানটি। রোম্যান্টিক (Romantic Song) ঘরানার এই গানের নাম 'জি রহে থে হম' (Jee Rahe The Hum)। এই গানে কণ্ঠ দিয়েছেন খোদ ভাইজান। প্রায় ৮ বছর পর ফের নেপথ্য কণ্ঠে শোনা যাবে সলমনের গান। অমল মলিকের তৈরি এই গানে বিশেষ নতুন কিছু না থাকলেও একেবারে আদ্যন্ত প্রেমের গান এটি। গানের ভিডিওয় দেখা যাচ্ছে সহ-অভিনেত্রী পূজা হেগড়ের মন জয়ের চেষ্টা করছেন সলমন। গানে গানে নিজের ভালবাসার কথা স্বীকার করছেন তিনি। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের শুরুর আভাসই এই গান।
ফারহাদ সামজি পরিচালিত 'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে দেখা যাবে সলমন খান, ভেঙ্কটেশ ডগ্গুবতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংহ, অভিমন্যু সিংহ, রাঘব জুয়াল, জসসি গিল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভিনালি ভাটনগরকে। সলমন খানের ছবির সমস্ত উপাদান - অ্যাকশন, পারিবারিক ড্রামা, রোম্যান্স সবই রয়েছে এতে। ২০২৩ সালের ইদে মুক্তি পাবে 'কিসি কা ভাই কিসি কি জান'।
আরও পড়ুন: Shefali Shah: জনবহুল জায়গায় আপত্তিকর স্পর্শ, নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শেফালি শাহ
View this post on Instagram