এক্সপ্লোর
Jab We Met: শাহিদ করিনার ফের কথোপকথন শুরু হতেই 'জব উই মেট'-এর সিক্যুয়ালের পরিকল্পনা করছেন ইমতেয়াজ আলি?
Imtiaz Ali on Jab We Met 2: অনুরাগীরা দ্বারস্থ হন ইমতেয়াজ আলির। তাঁদের মতে, শাহিদ ও করিনার মধ্যে যখন সবকিছু স্বাভাবিক রয়েছে, তখন তিনি তাঁদের নিয়ে 'জব উই মেট'-এর সিক্যুয়াল পরিকল্পনা করতেই পারেন।

ফের আসবে শাহিদ করিনার জব উই মেট?
1/10

২০০৭ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। বক্সঅফিসে প্রভাব তো বটেই, শাহিদ কপূর (Shahid Kapoor) ও করিনা কপূর খানের (Kareena Kapoor Khan) কেরিয়ারের অন্যতম হিট ছবি হয়ে গিয়েছিল এটি। 'জব উই মেট' (Jab We Met) । পরিচালনায় ইমতেয়াজ আলি (Imtiaz Ali)।
2/10

এই ছবিই প্রথম নয়। এর আগে জুটি বেঁধে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন শাহিদ করিনা। তবে এই ছবিই ছিল জুটি হিসেবে তাঁদের শেষ ছবি। এ নিয়ে তাঁরা কখনও মুখ না খুললেও, শোনা যায়, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। তবে এই ছবি চলাকালীন নাকি তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
3/10

ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পরে বড়পর্দাতে আর একসঙ্গে দেখা যায়নি শাহিদ করিনাকে। কোনও পরিচালক, প্রযোজক, কোনোও চরিত্রই আর তাঁদের একসঙ্গে আনতে পারেননি। আলাদা আলাদা একাধিক কাজ করলেও, একাধিক হিট ছবি করলেও, আর জুটি বেঁধে কাজ করেননি শাহিদ করিনা। ব্যক্তিগত জীবনেও বিবাহ করেছেন তাঁরা।
4/10

শুধু বড়পর্দা কেন, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলেও একে অপরকে এড়িয়ে গিয়েছেন শাহিদ করিনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সমস্ত মুহূর্ত। পাশাপাশি দাঁড়ানো তো দূর অন্ত, সামান্য সৌজন্য বিনিময় পর্যন্ত করতে দেখা যায়নি তাঁদের।
5/10

তবে সদ্য যে ছবি প্রকাশ্যে এসেছে, তা একেবারেই আলাদা। সদ্য একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হয়ে যায় শাহিদ কপূর ও করিনা কপূর খানের। তাঁরা পাশাপাশি দাঁড়ান, হেসে কথাও বলেন। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্ত ভাইরাল হয়ে যায়।
6/10

আর এই মুহূর্ত ভাইরাল হতেই, অনুরাগীরা দ্বারস্থ হন ইমতেয়াজ আলির। তাঁদের মতে, শাহিদ ও করিনার মধ্যে যখন সবকিছু স্বাভাবিক রয়েছে, তখন তিনি তাঁদের নিয়ে 'জব উই মেট'-এর সিক্যুয়াল পরিকল্পনা করতেই পারেন। অভিনেতা অভিনেত্রী নিশ্চয়ই এখন অফার পেলে রাজি হবে।
7/10

আর্জি এতটাই আসতে থাকে যে সদ্য এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন ইমতেয়াজ। কী বলেছেন তিনি? ইমতেয়াজের মতে, এই ছবিটির দীর্ঘদিন হয়ে গিয়েছে। দর্শকদের মনে ভীষণভাবে এই ছবিটি প্রভাব ফেলেছিল সে কথা যেমন ঠিক, তেমনই এই ছবির যদি সিক্যুয়াল করা হয়, তবে আসল ছবিটার অনুভূতিটা নষ্ট হয়ে যেতে পারে।'
8/10

শাহিদ করিনার ফের দেখা হওয়ায়, কথা হওয়ায় খুশি ইমতেয়াজ আলি। তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের দুজনের সঙ্গেই তাঁর কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভাল। কিন্তু তিনি শাহিদ ও করিনাকে নিয়ে 'জব উই মেট'-এর সিক্যুয়াল করার কোনও পরিকল্পনা নেই।
9/10

ইমতেয়াজ আরও জানিয়েছেন, শাহিদ নিজেও বিশ্বাস করেন, তিনি মানসিকভাবে ওই জায়গাটা থেকে সরে এসেছে। এখন এই ছবির সিক্যুয়াল করা মানে আসল ছবির ভাবাবেগে আঘাত করা। সেটা মোটেই চান না শাহিদ।
10/10

তবে এই প্রথম নয়, এর আগেও অনুরাগীরা একাধিকবার চেয়েছেন জব উই মেট-এর সিক্যুয়াল আসুক। তবে ফের একবার সেই ভাবনায় জল ঢেলে দিয়েছেন ইমতেয়াজ আলি।
Published at : 13 Mar 2025 12:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
