(Source: ECI/ABP News/ABP Majha)
Tusshar on Kareena: 'তারকাসন্তান হলেই জীবন সহজ হয়ে যায় না', করিনার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক তুষার
Tusshar on Kareena Kapoor: ইন্ডাস্টির এক্কেবারে প্রথম দিকের একটি ঘটনার কথা তুলে ধরেন তুষার। তাঁর প্রথম ছবিতে সহ অভিনেত্রী ছিলেন করিনা কপূর
মুম্বই: তারকা সন্তান, নেপোটিজম.. এই শব্দগুলোর সঙ্গে কমবেশি পরিচিত ছিলোই সিনেদুনিয়া। তবে পক্ষপাত কোথায় হয় না? কিন্তু সিনেমার সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে যেহেতু জড়িয়ে যায় তারকা শব্দটি, তাই বোধহয় খুব বেশিই শিরোনামে উঠে আসে নেপোটিজমের মতো ঘটনা। তারকা সন্তানরা নাকি নানারকম সুযোগ সুবিধা ভোগ করেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই কথা কি সত্যিই সবার ক্ষেত্রে প্রযোজ্য? সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন জিতেন্দ্র পুত্র তুষার কপূর (Tusshar Kapoor)।
ইন্ডাস্টির এক্কেবারে প্রথম দিকের একটি ঘটনার কথা তুলে ধরেন তুষার। তাঁর প্রথম ছবিতে সহ অভিনেত্রী ছিলেন করিনা কপূর (Kareena Kapoor)। তিনিও তারকা সন্তান। তুষার জানিয়েছেন, তাঁর প্রথম ছবি মুঝে কুছ কেহনা হ্যায় (Mujhe Kucch Kehna Hai) -তে করিনা তাঁর সঙ্গে অভিনয় করছিলেন। একই সময় আরও ৪টি ছবির কাজ একসঙ্গে করছিলেন করিনা। আর তাই, তুষারকে নায়িকার জন্য একদিন ১৪ থেকে ১৫ ঘণ্টাও অপেক্ষা করতে হত।
আরও পড়ুন: Arjun Kapoor: 'পরিণীতি আমার প্রথম নায়িকা.. প্রথম সবকিছু বিশেষ', অকপট অর্জুন কপূর
তুষার আরও জানিয়েছেন, সেসময়ে করিনার একটি ছবিও মুক্তি পায়নি। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই একাধিক ছবির অফার পেয়ে গিয়েছিলেন করিনা। আর একসঙ্গে সেই সমস্ত ছবির কাজও চালাচ্ছিলেন। এর ফলে অসুবিধার মুখে পড়তে হত সহ অভিনেতা অভিনেত্রীদের।
তুষারের কথা অনুযায়ী, তাঁর সঙ্গে হামেশাই এমন ব্যবহার করা হত যেন তিনি ইন্ডাস্ট্রির কেউ না। নিজের অভিজ্ঞতা থেকে তিনি একটি বইও লিখেছেন। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে তুষার পুত্রসন্তানের বাবা হন। তাঁর ছেলের নাম লক্ষ্য। ছেলের জন্মের পরে এই বই লিখেছিলেন তুষার।