Sohag Chand: ২০০ পর্ব পার করে ফেলল সোহাগ ও চাঁদের গল্প, কেক কেটে হল উদযাপন
200 Episodes of 'Sohag Chand': আনন্দ উদযাপনের মেজাজে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের কলাকুশলীরা। দেখতে দেখতে ২০০ পর্ব পার করে ফেলেছে তাঁদের ধারাবাহিক।
কলকাতা: 'কালার্স বাংলা' (Colorrs Bangla) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ' (Sohag Chand) পূর্ণ করল ২০০ পর্ব (200 Episodes Completed)। কেক কেটে উদযাপিত (celebration) হল বিশেষ দিন। এবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প?
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের ২০০ পর্ব পার, নতুন মোড় গল্পে
আনন্দ উদযাপনের মেজাজে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকের কলাকুশলীরা। দেখতে দেখতে ২০০ পর্ব পার করে ফেলেছে তাঁদের ধারাবাহিক। শ্যুটিং সেটেই কেক কেটে উদযাপন হল বিশেষ দিনের।
২০০ পর্বের শেষে কোথায় দাঁড়িয়ে ধারাবাহিকের গল্প? হরিপুরে চলছে ক্রিকেট প্র্যাক্টিস। সেখানে সরাসরি অংশ না নিলেও নিজের মতো সোহাগ সাহায্য করতে থাকে। চাঁদের দলকে সে সাহায্য করতে থাকে। দুর্জয় ও চাঁদ দল তৈরি করতে শুরু করে। কিন্তু চাঁদের দলের বিরুদ্ধে মল্লিকার সাহায্যে প্লট সাজাতে শুরু করে দুর্জয়। ম্যাচের দিনই সন্ধ্যায় দুর্জয়ের আক্রমণ থেকে নিজেকে বাঁচায় চাঁদ। ক্রিকেট প্রতিযোগিতায় চাঁদ ১২জন সদস্যের একটি টিম আনতে ব্যর্থ হয় কারণ দুর্জয়ের প্ল্যানিং কাজ করে যায়। সোহাগ এক উপায় নিয়ে পৌঁছয় এবং দ্বাদশ খেলোয়াড় হিসেবে মাঠে নামে। খেলতে গিয়ে চাঁদ আহত হয় এবং তাকে সোহাগ বাঁচায়। চাঁদ অবশেষে খেলায় জেতে এবং সোহাগ তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তারপর?
আরও পড়ুন: Fathers Day 2023: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের গল্প এক ঝলকে
সোহাগ একজন 'প্লাস সাইজ' আদ্যন্ত রোম্যান্টিক মহিলা। সে ব্যাঙ্ক কর্মচারী। তাঁর চেহারার জন্য প্রায় ৩৪ জন পাত্র তাঁকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'নিখুঁত' মহিলা হয়ে উঠতে একেবারেই রাজি নয় সে। বলা ভাল, সে বিশেষ ভাবিতও নয় সেই বিষয়ে। সে বিশ্বাস করে যে একদিন সে নিজের 'প্রিন্স চার্মিং'কে খুঁজে পাবে যে তাঁকে তাঁর ভিতরের সৌন্দর্য্যের জন্য ভালবাসবে। অন্যদিকে চাঁদ 'ফিটনেস ফ্রিক'। সে নিজের একটা স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য এমন একজন পাত্রী খুঁজছে যে সুন্দরী ও নিখুঁত, ভারী ওজনের একেবারেই নয়। যদিও সোহাগ ও চাঁদ ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পের ফেরে তাঁদের শেষ পর্যন্ত বিয়ে হয়।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial