'Gouri Elo': শেষ হতে চলেছে 'গৌরী এলো'র সফর, ধারাবাহিকের অন্তিম পর্বে থাকবে নতুন কোন রহস্য?
Daily Serial Update: ২৪ নভেম্বর শেষ হতে চলেছে 'গৌরী এলো' ধারাবাহিকের সফর। শেষ দিনে প্রদর্শিত হবে টানা ১ ঘণ্টার মহাপর্ব। রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে শেষ পর্ব।
কলকাতা: শেষ হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'গৌরী এলো'র (Gouri Elo) পথচলা। শেষ পর্ব চলবে টানা ১ ঘণ্টা। কোন বড় রহস্যের মুখোমুখি হবে গৌরী? রইল অন্তিম পর্বের (final episode) ঝলক।
'গৌরী এলো' ধারাবাহিকের অন্তিম পর্ব
২৪ নভেম্বর শেষ হতে চলেছে 'গৌরী এলো' ধারাবাহিকের সফর। শেষ দিনে প্রদর্শিত হবে টানা ১ ঘণ্টার মহাপর্ব। রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলবে শেষ পর্ব।
'গৌরী এলো' ধারাবাহিকে একদিকে রসময়ের আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তারা। অন্যদিকে গৌরী-সহ গোটা ঘোষাল পরিবার এখন বাস্তুহারা। তাদের নিজেদের বাড়ি থেকেই বিতাড়িত তারা। কীভাবে এই দুষ্ট রসময়ের পাপের বিনাশ করে পরিবারকে ফের এক করবে গৌরী? মেয়েকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখে কি নাস্তিক ঈশানও ঈশ্বরের দ্বারস্থ হবে এবার? গৌরী কীভাবে তার জীবনের সবচেয়ে বড় রহস্যের মুখোমুখি হবে? ১ ঘণ্টার টানটার অন্তিম পর্বে মিলবে এই সমস্ত প্রশ্নের উত্তর।
আসছে নতুন ধারাবাহিক
'গৌরী এলো' ধারাবাহিক শেষ সম্প্রচারিত হবে ২৪ নভেম্বর। এরপর ওই সময়েই দেখা যাবে নতুন ধারাবাহিক 'মিঠি ঝোরা'। সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানেই স্পষ্ট, ৩ বোনের ভালবাসা ও সংসারের গল্প নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিক। এর আগে, 'খেলনাবাড়ি' ধারাবাহিকে অভিনয় করছিলেন আরাত্রিকা। এবার এই ধারাবাহিকে তাঁর সঙ্গে থাকছেন দুই নায়িকা। ধারাবাহিকের ট্রেলারে গল্পের যা আভাস পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে আরাত্রিকা বাড়ির বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। বাবা তাঁর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন।
কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাঁদের বাবা। আরাত্রিকার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, তার সঙ্গেই বোন দেবাদৃতার বিয়ে দিতে উদ্যত হয় আরাত্রিকা। সংসারের জন্য এই বলিদান কি মনে রাখবে আরাত্রিকার পরিবার? সেই গল্পই নিয়ে আসবে 'মিঠি ঝোরা'।
আরও পড়ুন: Nargis Fakhri: 'মহা বিপদে পড়েছিলাম', রণবীর-শাহিদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নার্গিস
যদিও এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এই চ্যানেলেই সম্প্রচারিত হয় ধারাবাহিক 'সন্ধ্যাতারা'। সেই গল্পেও দেখানো হয় দুই বোনের ভালবাসা ও বোঝাপড়ার গল্প। অনেকেই বলেছেন, বোনেদের সম্পর্কের গল্পকে সামনে রেখেই ফের প্রতিযোগিতায় নামতে চাইছে এই ধারাবাহিক। অনেকে আবার বলেছেন, এই ধরনের গল্প না এনে যদি গোয়েন্দা গিন্নি বা মিঠাইয়ের মতো জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজন আনা হত, তাহলে ভাল হত। ট্রেলার দেখেই কমেন্টবক্স ভরেছে নেতিবাচক মন্তব্যে। তবে এই ধারাবাহিক কী কী নতুন চমক আনে, তা সময়ের সঙ্গে সঙ্গেই দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।