Nargis Fakhri: 'মহা বিপদে পড়েছিলাম', রণবীর-শাহিদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নার্গিস
Nargis Fakhri On Dating Rumours: বলিউডে এক সময় খবর ছড়িয়েছিল যে অভিনেতা রণবীরের কপূরকে ডেট করছেন তাঁর 'রকস্টার' অভিনেত্রী নার্গিস। সেই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন অভিনেত্রী।
নয়াদিল্লি: গুজব রটেছিল প্রেমের সম্পর্কে (dating rumours) জড়িয়েছেন 'রকস্টার' (Rockstar) জুটি রণবীর কপূর (Ranbir Kapoor) ও নার্গিস ফাখরি (Nargis Fakhri)। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং। কয়েক বছর আগে শাহিদ কপূরের (Shahid Kapoor) সঙ্গে নাম জড়ানো প্রসঙ্গেও মুখ খোলেন তিনি।
রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নার্গিস
বলিউডে এক সময় খবর ছড়িয়েছিল যে অভিনেতা রণবীরের কপূরকে ডেট করছেন তাঁর 'রকস্টার' অভিনেত্রী নার্গিস। সেই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন অভিনেত্রী। ২০১১ সালে ইমতিয়াজ আলির 'রকস্টার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন নার্গিস। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তাঁকে নিয়ে শাহিদ কপূরের প্রেমের গল্প রটে যা শুনে 'পাগল' হয়ে গিয়েছিলেন তিনি।
রণবীর কপূরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এগুলো শুনে আমার মাথা খারা হয়ে যেত। একবার একটা আর্টিকলে দেখলাম লেখা হয়েছে যে আমি শাহিদ কপূরের অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছি। এবং আমার মা নাকি এসেছিলেন ওঁর সঙ্গে দেখা করতে। মাঝেমধ্যে মনে হয় যদি আর্টিকলগুলো সেভ করে রাখতাম। আমাকে লোকজন মেসেজ করে জিজ্ঞেস করছিল, 'ওহ, তোমার মা এসেছেন শহরে?' এ কী কাণ্ড! আমার মা কখনওই আসেননি। তো সেই সময়ে এগুলো সহ্য করতে হয়েছে।'
নার্গিসকে ঘিরে একাধিকবার বিভিন্ন ধরনের প্রেমের গুঞ্জন উঠে এসেছে। একসময় শোনা যায় তিনি সমকামী। ঠিক কীভাবে রটে সেই খবর? অভিনেত্রী বলেন, 'একবার এক সাংবাদিক এসে আমাকে বেশ কটাক্ষের সুরে জিজ্ঞেস করেন, 'বলিউডের তারকাদের উপভোগ করতে কেমন লাগে?' বিভিন্ন মানুষকে নিয়ে ওঁরা যে কত কত গল্প লিখছিলেন। আমি তখনও অর্ধেক মানুষকে চিনিই না। আমি শুধু তাঁকে বলি যে, 'আপনি কখন আমাকে সমকামী বানিয়ে দেবেন আমি সেই অপেক্ষায় আছি'। ব্যাস, সেটাই শিরোনাম হয়ে ওঠে। প্রচণ্ড সমস্যায় পড়ে যাই। আমি ব্যঙ্গাত্মক হয়ে বলেছিলাম। কিন্তু তাঁর মুখ ছোট হয়ে যায় এবং চলে যান। আজব সময় ছিল সেটা।'
এই মাসের শুরুর দিকে 'রকস্টার' ১২ বছর পূর্ণ করল। সেই বিষয়ে বলতে গিয়ে নার্গিস জানান যে যখন তাঁকে ইমতিয়াজ আলি এই চরিত্রের অফার দেন তখন কে রণবীর কপূর সেই সম্পর্কে কোনও ধারণা ছিল না তাঁর। এই ছবির পর খ্যাতি পান নার্গিস এবং সেই সময়কে এককথায় 'অদ্ভুত' বলে আখ্যা দেন তিনি কারণ খুব চাপে থাকতেন সেই সময়ে। নার্গিসের কথায়, 'আমার শরীর তখন চাপে ধুঁকছে কিন্তু জীবনের পথে চলার চেষ্টা করছিলাম আমি। বিশাল বড় ছবি ছিল।'
মার্কিন মুলুকে জন্ম নিয়েছেন নার্গিস। ভারতে আসেন তাঁর প্রথম হিন্দি ছবির জন্য। 'রকস্টার' ছবির পর তাঁকে 'মাদ্রাজ ক্যাফে', 'ম্যায় তেরা হিরো', 'হাউজফুল ৩' ছবিতে কাজ করতে দেখা গেছে। এরপর তাঁকে 'টাটলুবাজ' ও 'হরি হরা বীরা মাল্লু' ছবিতে দেখা যাবে।