Kar Kache Koi Moner Kotha: শিমুলের কাছে ধরা পড়ে যাবে পলাশের স্মৃতি হারানোর অভিনয়? জানা যাবে মহাপর্বে
Bengali Serial: ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-য় মুখ্যভূমিকায় অভিনয় করছেন মানালি দে। ধারাবাহিকে তাঁর নাম শিমুল। আপাতত ধারাবাহিকে দেখা যাচ্ছে, নিজের স্মৃতিশক্তি হারিয়েছে পরাগ অর্থাৎ শিমুলের স্বামী
কলকাতা: ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-র বিশেষ পর্ব। রবীন্দ্র জয়ন্তীতে শিমুল স্কুলের অনুষ্ঠানে নাচ করতে যায়। কিন্তু পরাগের জন্য তাঁর মন ভারাক্রান্ত। পরাগ অনুষ্ঠান দেখতে আসতে পারবে না, এই ভাবনাই কেবল ঘুরছে তার মনে। তবে ইতিমধ্যেই ঘটা যায় একটি ঘটনা। যা দেখা যাবে আজকের মহাপর্বে।
জি-বাংলার ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'-য় মুখ্যভূমিকায় অভিনয় করছেন মানালি দে (Manali Dey)। ধারাবাহিকে তাঁর নাম শিমুল। আপাতত ধারাবাহিকে দেখা যাচ্ছে, নিজের স্মৃতিশক্তি হারিয়েছে পরাগ অর্থাৎ শিমুলের স্বামী। তবে সবাই তা জানলেও, পরাগ আসলে গোটা বিষয়টাই অভিনয় করছে। আসলে স্মৃতিশক্তি হারায়নি তার। তবে কি পরাগ সত্যিই এসে হাজির হবে শিমুলের অনুষ্ঠানে?
ধারাবাহিকে দেখা যাবে, পলাশ একজন পুলিশের ছদ্মবেশে হাজির হয় তার পুরনো স্কুলে। শিমুলের পারফরম্য়ান্স দেখতে। ছদ্মবেশী পলাশককে কি ধরে ফেলবে শিমুল? প্রকাশ্যে এসে যাবে পলাশের স্মৃতি হারানোর অভিনয়? সবটাই দেখা যাবে মহাপর্বে। স্কুলের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য একটি লাল শাড়ি পরেছিল শিমুল। গলায় জুঁইয়ের ভারি মালা। চুলেও ছিল ফুল জড়ানো। বেশ অন্যরকম লুকেই দেখাচ্ছিল তাঁকে।
এই ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী মানালি দে (Manali Dey)-কে। পর্দায় তাঁর নাম শিমুল। শিমুল ও তার বান্ধবীদের বিভিন্ন পারিবারিক সমস্যা নিয়েই এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকের গল্প। তবে এবার গল্পে এসেছে নতুন মোড়, নতুন চরিত্র। এই গল্পে এখন দেখা যাচ্ছে অভিনেতা রাহুল দেব বসুকে। প্রথমে প্রোমোতে তাঁর ঝলক দেখা গিয়েছিল। অন্যদিকে, নতুন ধারাবাহিক অষ্টমীর আগমনের ফলে টাইমস্লট বদলে গিয়েছে 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের। এই ধারাবাহিক ৮ তারিখ থেকে সম্প্রচারিত হবে রাত সাড়ে ৯টার স্লটে।
View this post on Instagram
আরও পড়ুন: Rafiath Rashid Mithila: আমার কোনও হীনমন্যতা নেই, যা অর্জন করেছি সবটা নিজের চেষ্টায়
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।