Rafiath Rashid Mithila: আমার কোনও হীনমন্যতা নেই, যা অর্জন করেছি সবটা নিজের চেষ্টায়
Tollywood Entertainment: 'ছবিটা নিয়ে প্রথম থেকেই অনেক লড়াই চলেছে। ছবিটা এখনও বেশ কিছু হলে চলেছে, নন্দনে চলেছে মাত্র ২ সপ্তাহ। এখানে তো বড় পরিচালক বা নায়ক-নায়িকার নাম দেখে ছবি চালানো হয়'
![Rafiath Rashid Mithila: আমার কোনও হীনমন্যতা নেই, যা অর্জন করেছি সবটা নিজের চেষ্টায় Rafiath Rashid Mithila O Obhagi Dadashaheb Falke Film Festival Best Actress Award Success Story Rafiath Rashid Mithila: আমার কোনও হীনমন্যতা নেই, যা অর্জন করেছি সবটা নিজের চেষ্টায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/03/f46b195dfd4c28f36522314e72524818171473275541949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: ১ বা ২ ডিগ্রি তাপমাত্রা থেকে তিনি সোজা এসে পড়েছেন ৪০ ডিগ্রিতে! কানাডা থেকে সোজা ঢাকায়। তবে গরমে তেমন বিরক্তি নেই, বরং তাঁর মন বেশ ফুরফুরেই। কেন? ১৪তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ দেখানো হয়েছে তাঁর নতুন ছবি 'ও অভাগী'। আর সেখানেই, সেরা অভিনেত্রী হিসেবে সম্মানিত করা হয়েছে রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)-কে। এখনও তিনি হাতে পাননি পুরস্কার, তবে বাংলাদেশে বসেও যেন সেই খুশির ছোঁয়াচ পাচ্ছেন তিনি। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই কথাই ভাগ করে নিলেন অভিনেত্রী।
এখনও পুরস্কার হাতে পাননি, তবে 'ও অভাগী'-র জন্য সম্মান মিথিলার কাছে কতটা স্পেশাল? নায়িকা বলছেন, 'ছবিটা নিয়ে প্রথম থেকেই অনেক লড়াই চলেছে। ছবিটা এখনও বেশ কিছু হলে চলেছে, নন্দনে চলেছে মাত্র ২ সপ্তাহ। এখানে তো বড় পরিচালক বা নায়ক-নায়িকার নাম দেখে ছবি চালানো হয়। এক্ষেত্রে সেটা তো ছিল না। তবে যতজন মানুষ দেখেছেন, প্রশংসা করেছেন। খুব কষ্ট করে, পরিশ্রম করে শ্যুটিং করেছি। শুধু আমি কেন, আমার গোটা টিম ভীষণ খুশি। এটা ওদের কাছে একটা বড় পাওয়া।'
বাংলায় যে ছবির হল পেতে সমস্যা হচ্ছিল, সেটাই দিল্লিতে সম্মানিত হল। মিথিলা বলছেন, ' এখানে নিরপেক্ষভাবে ছবিটার বিচার হয়েছে। দুই বাংলাতেই আমায় মানুষ চেনেন, তবে দিল্লির মানুষ আমাকেও চেনেন না, পরিচালককেও না। ওখানে মানুষের ভাল লেগেছে, সেই কারণেই সেরা অভিনেত্রীর সম্মানটা পেয়েছি। আর এটাই 'ও অভাগী'-র জন্য প্রথম পুরষ্কার। প্রথম সবকিছু তো ভালই লাগে।'
আগামীতে আবার কী কী ছবিতে দেখা যাবে তাঁকে? মিথিলা বলছেন, 'দুই বাংলার মোট ৪টে ছবি মুক্তির অপেক্ষায়। টলিউডে 'মেঘলা' আর 'অরণ্যের প্রাচীন প্রবাদ' মুক্তি পাওয়ার কথা। এছাড়াও অরুণ চৌধুরীর, সৈয়দ ওয়ালীউল্লার উপন্যাস অবলম্বনে 'জলে জ্বলে তারা' ও শিশুতোষ উপন্যাসের জন্য় লুবণা শারবিনের লুনিয়াছড়ির সোনার পাহাড়' এই দুটি ছবির মুক্তি পাওয়ার কথা বাংলাদেশে। আমার আসলে একটা চাকরি রয়েছে সর্বক্ষণের। তার পাশাপাশি এর থেকে বেশি কাজ করা আমার পক্ষে একটু মুশকিলই।
ছবির সাফল্য, পুরস্কার.. মিথিলাকে নতুন কাজে কতটা উদ্বুদ্ধ করে এগুলো? অভিনেত্রী বলছেন, 'পুরস্কার, সম্মান কার না ভাল লাগে। আমার কোনও হীনমন্যতা নেই। এতদিন পর্যন্ত যতটুকু সাফল্য পেয়েছি সব নিজের চেষ্টায়। তাই গলা তুলে কথা বলতে পারি। কিন্তু মানুষ বোধহয় কোনও নারীর একার সাফল্যকে তেমন মেনে নিতে পারে না। একজন নারী একা কোনও কিছু অর্জন করেছে, এই বিষয়টার মধ্যে বোধহয় ততটা থ্রিল নেই।'
আরও পড়ুন: Gaurav-Riddhima: প্রথম সবকিছু... পাহাড়ের পরে, ধীরকে নিয়ে এবার সমুদ্রতীরে গৌরব-ঋদ্ধিমা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)