Shaheber Chithi: সাহেবের শোয়ের দিনই চিঠির আশীর্বাদ, কোন মোড় নেবে গল্প?
Shaheber Chithi Serial Update: সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'সাহেবের চিঠি'-র গল্প এখন এগোচ্ছে তড়িৎ গতিতে। ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বেঁধেছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়
কলকাতা: ফের মঞ্চে ফেরা সাহেবের। অনেক বাধা অতিক্রম করে একটি অনুষ্ঠানে ফের গান গাইতে যাবে সাহেব। আর সেই অনুষ্ঠানে সে পাশে পেতে চায় চিঠিকে। সেই যেন তাঁর প্রেরণা। কিন্তু সাহেবের অনুষ্ঠানের দিনই চিঠির আশীর্বাদ! তবে?
সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'সাহেবের চিঠি'-র গল্প এখন এগোচ্ছে তড়িৎ গতিতে। ধারাবাহিক 'সাহেবের চিঠি' -তে ছোটপর্দায় জুটি বেঁধেছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়। এই ধারাবাহিকের গল্পে প্রতীকের চরিত্রের নাম সাহেব। আর দেবচন্দ্রিমাকে দেখা যাবে চিঠির ভূমিকায়। চিঠি একজন পিওন। আর সাহেব? সে একজন খ্যাতনামা একজন নায়ক, গায়ক এবং খেলোয়াড়। কিন্তু একটি পা হারিয়ে নিজেকে অনেকটাই গুটিয়ে নেয় সে। চিঠির হাত ধরেই যেন আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করে সাহেব।
আরও পড়ুন: Singer Bhupinder Singh Died: ৮২ বছর বয়সে প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ
আড়াল থেকে বেরিয়ে ফের বাংলার সেরা আইকন হয়ে নিজের জায়গা ফেরত পেতে চায় সাহেব। আর তাই একটি অনুষ্ঠানে যোগদান করে সে। কাকতালীয়ভাবে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল যে ইভেন্ট অরগানাইজেশন সংস্থা, সেখানেই চাকরি পায় নায়িকা চিঠি।
সাহেব চায়, চিঠি তার অনুষ্ঠানে উপস্থিত থাকুক। কিন্তু ঘটনাচক্রে সেইদিনই তার আশীর্বাদের আয়োজন করা হয়। বাড়ির মালিকের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যায় চিঠি। পরিবারের চাপেই সেই বিয়েতে রাজি হয় সে। কিন্তু একইদিনে আশীর্বাদ মিটিয়ে সাহেবের পাশে কী দাঁড়াতে পারবে চিঠি? নাকি পরিবারের সম্মান রক্ষা করতে বাড়ির মালিকের ছেলেকেই বিয়ে করতে রাজি হয়ে যাবে সে? সেই উত্তর মিলবে ধারাবাহিক 'সাহেবের চিঠি' গল্পে। এই সপ্তাহেই।
View this post on Instagram