Shruti Das: মেকআপ করতে গিয়ে চোখে জল.. 'রাঙাবউ'-এর শেষদিনের শ্যুটিংয়ে কী করেছিলেন শ্রুতি?
Shruti Das on Ranga Bou: এই ধারাবাহিকের কাজ চলাকালীনই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বন্ধনে আবদ্ধ হন শ্রুতি। তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের
কলকাতা: প্রত্যেক ধারাবাহিকের চরিত্ররাই কোথাও না কোথাও মিশে যায় ব্যক্তিজীবনের সঙ্গে। দীর্ঘদিন ধরে চলা কোনও কাজ শেষ হওয়ার পরেও যেন চরিত্ররা বেঁচে থাকে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে। আর তাই... কোনও ধারাবাহিক শেষ হওয়া মানেই যেন একটা পরিবার ভেঙে যাওয়া। অভিনেতা অভিনেত্রীদের মুখে সেই আবেগের কথা ধরা পড়ে ভীষণভাবেই। শেষ হচ্ছে ধারাবাহিক 'রাঙাবউ', এই খবর সবারই জানা। তবে শ্যুটিংয়ের শেষ দিনে কী করলেন পর্দার 'রাঙাবউ' শ্রুতি দাস (Shruti Das)?
সোশ্য়াল মিডিয়ায় শেষদিনের রূপটানের একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন শ্রুতি। তাঁর চোখমুখ থমথমে। ক্যাপশানে শ্রুতি লিখেছেন, 'এতটাও মোটা আমি নই যতটা কেঁদে কেঁদে চোখ-মুখ ফুলিয়েছি।' এই রিলটির সঙ্গে শ্রুতি ব্যবহার করেছেন একটি মানানসই গান, যেখানে রয়েছে ফিরে আসার বার্তা। রোজকার মতো 'রাঙাবউ' হয়ে উঠলেও, মেকআপ শেষে শ্রুতির চোখে-মুখে লেগে রইল বিষাদ। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিকের শ্যুটিং। চলতি সপ্তাহেই শেষ হয়ে যাবে 'রাঙাবউ'- এর সম্প্রচার। শ্যুটিংয়ের শেষ দিনে স্বভাবতই আবেগে ভেসেছিলেন ধারাবাহিকের সবাই। তবে পাখির চরিত্রকে ছেড়ে এবার শ্রুতির এগিয়ে যাওয়ার পালা।
এই ধারাবাহিকের কাজ চলাকালীনই পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে আইনি বন্ধনে আবদ্ধ হন শ্রুতি। তাঁদের সম্পর্ক দীর্ঘদিনের। কিছুটা হঠাৎ করেই আইনি বিবাহ সেরেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু। তারপরে তাঁরা রয়েছেন একসঙ্গেই। ভালবাসার মানুষের সঙ্গে সংসার করছেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় টুকরো টুকরো ছবি। এই 'রাঙাবউ' ধারাবাহিকের পরিচালক ছিলেন স্বর্ণেন্দুই।
ধারাবাহিকের কাজ শেষ। ফের নতুন কাজ, নতুন চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। এখন কেবল সেই অপেক্ষাতেই অনুরাগীরা। তবে ধারাবাহিক শেষে শ্রুতির মনখারাপের বার্তা। সোশ্যাল মিডিয়ায় কেকের ছবি শেয়ার করে নিয়ে শ্রুতি যেন নিজেকে আর অনুরাগীদের আশ্বাস দিলেন... আবার তিনি ফিরবেন নতুন সাজে, নতুন চরিত্রে।
View this post on Instagram
আরও পড়ুন: Ankush Hazra: নতুন ইনিংস প্রযোজক অঙ্কুশের, শ্যুটিং সেটে হঠাৎ হাজির অভিনেতার বাবা-মা!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।